![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।
আজ হৃদয়ের মাহ্ফিলে সই বান ডেকেছে ঝুম-শ্রাবন,
আয় না করি বেহুঁশ সুখে ভবিষ্যতের দিন যাপন|
তুই যদি চাস নিত্য এমন জালসা-মুখর রঙিন জল,
আমি তবে করবো বুকে সাত সমুদ্র নীল ধারণ|
_______________________
(রুবাই -০১)
০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৬
এম রাজু আহমেদ বলেছেন: হা হা হা বড্ড হাসালেন ভাইজান!
আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভাল লাগলো।
আপনিও ভাল থাকবেন ভাইজান।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
শামছুল ইসলাম বলেছেন: রুবাই-৭ শেষ করে রুবাই-১ -এ এসে দেখি ঝুম-শ্রাবন নেমেছে হৃদয়ে,
বেহুঁশ সুখে বুঁদ হওয়ার আগেই বিদায় রাজু ভাই।
ভাল থাকুন। সবসময়।