![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।
কাঁচের তারায় জীবন্ত চোখ ঠেকে,
পড়ে ফেলি দুর সৌর দ্বীপের পাঠ,
কোহে কাহাফেও লুকালে কবির প্রেম,
টেনে তুলি তার স্বর্ণ-দীঘল মাঠ|
সন্ধানি হাত কৌশলি নখে যদি,
খুঁজে পায় কিছু ক্ষত পাথরের বুক,
যেখানে চিহ্ন কবর-আখরে লেপা,
সেখানেও করি প্রবাহিত বোবা মুখ|
গৃহস্থালির অযুত শব্দ ভেঙে,
অবোধ আমিও চরণে ঠেকাই ছাদ,
বিশ্ব মায়ের মুখের গ্রন্থ পড়ে,
নিমেষেই তার করে ফেলি অনুবাদ|
সেতারে বদ্ধ কোকিলের ব্যকরণ,
আঙুলেই তার সরাই দেয়াল যত,
নিরস শব্দ-রূপহীন অবয়বে,
রঙধনু এনে সাজাই মনের মত|
পৃথীবি থেকেও আরেক পৃথিবী পড়ি,
যোগ বিয়োগের শাস্ত্র খচিত খাতা,
পেটের ভিতরে মরুব্যথা কাঁদে যার,
প্রচ্ছদে তার পড়ি ভেতরের পাতা|
গ্রহ গ্রহান্ত নক্ষত্রের লিপি,
হাতের রেখায় পড়ে ফেলি সব তার,
কিন্তু তোকেই পড়তে গেলে যে শুধু,
সম্মুখে নামে মূর্খ-অন্ধকার|
_______________________
(মাত্রাবৃত্ত ছন্দ)
মাত্রাবিন্যাস
৬ ৬ ২
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২
এম রাজু আহমেদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা জানবেন ভাইজান।
ভাল থাকবেন সবসময়।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
ডার্ক ম্যান বলেছেন: চমৎকার
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
এম রাজু আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
সাবলীল মনির বলেছেন: অনবদ্য, মুগ্ধ হয়ে পড়লাম ।
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
এম রাজু আহমেদ বলেছেন: ভীষণ উত্সাহিত হলাম কবি!
ভাল থাকবেন সবসময়।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
নাতাশা মজুমদার বলেছেন: ভাল লাগলো
০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
এম রাজু আহমেদ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
সাফিউল ইসলাম দিপ্ত বলেছেন: একটি কথাই বলবো,
অসাধারন!!
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
আমি মিন্টু বলেছেন: বাহ অসাধারণ কাব্য ।