নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এম রাজু আহমেদ এর কবিতা "অগোচরে"

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

কাঁচ-গোসলে যখন তোমার
রোদের প্রার্থী চুল,
রূপোয় তখন জলসা চোখে
মস্ত হুলস্থুল্|

যদিওবা কাঁক হয়ে যায়
কাফন-কাশের মেঘ,
ঘাসের মাটি সূর্য ছোঁয়ার
পায় গাঢ় উদ্বেগ|

তবু তোমার চিরুণী হাত
যদি বিছায় পিঠ,
সূর্য লোভে ঠিকরে বেরোয়
ফসকে মেঘের গিট|

তোমার খুশবু মেঘ চোয়ানো
দু এক ফোঁটা জল,
ঠোট ছোঁয়াতে বাড়ায় তাতে
রোদ্র কোলাহল|

ব্যতিব্যস্ত হয় দখিনাও
ভেঙ্গে ঘরের খিল,
সুবাস-ভ্রুনে গর্ভ-ভূমির
ভরতে ফাঁকা ঝিল|

জমাট সুতোয় ত্রস্তে যখন
নাচাও তোমার হাত,
আউশ ধানের ঢেউ খেলে যায়
চুল ও দুলের সাথ|

অগোচরে তখন আমার
মুগ্ধ দুটি চোখ,
ব্যকুলতায় স্বপ্নে টানে
মায়ার কল্পলোক|

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

দৃষ্টির সীমানায় বলেছেন: তবু তোমার চিরুণী হাত
যদি বিছায় পিঠ,
সূর্য লোভে ঠিকরে বেরোয়
ফসকে মেঘের গিট|.........।ভাল লাগলো অনেক :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.