নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ

আমি খুবই সাধারণ একজন মানুষ।কবিতা লিখতে ও পড়তে প্রচণ্ড ভালবাসি।

এম রাজু আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এম রাজু আহমেদ এর কবিতা "তোর শিশুটির জন্য"

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

লোহার দাঁতে সবুজ পায়ে
মানুষ লাগায় মুখ,
কাঠ-লোকমায় গোগ্রাসে সে
তাড়ায় পেটের ভূখ|

যম-দু-হাতে মাটি ছোঁয়ায়
শক্ত খাড়া প্রাণ,
পকেট-গর্ভ প্রাপ্তি সুখে
উত্তেজনায় টান|

সভ্যতায় সে কাল ভেজাতে
ঘরকে সাজায় রোজ,
তুলোর নিচে লাশের খণ্ডে
অপূর্ব সাজগোজ!|

তার উপরে নিত্য চলে
খুনির উঠা বসা,
নিচে কাঁদে জড় আত্মা
নির্বাকে মুখ ঘষা|

আয়না টেনে ওদের ফ্রেমে
দস্যু আঁকে মুখ,
কেউ দেখে না ভেতর জ্বালা
মৃত্যু গভীর দুখ|

বিলাসিতার চরম প্রকাশ
সয় অভাগার দল,
মাটির গোলক সাম্য খুইয়ে
নেশায় টলোমল|

সভ্য শুয়োর অন্ধকারে
লুট করে যায় বন,
সল্পতা খায় নিশ্বাসেরা
লুফতে নির্বাসন|

পায়ের তলায় ছিন্ন ভিন্ন
সতেজ কঁচি কাঁচা,
ওদের ভাগ্যে হয় নাতো আর
যুবক হয়ে বাঁচা|

ছায়ার মাটি হলদে করে
খাঁ খাঁ রোদের তাপ,
মিশতে বসে অকালে এই
বিশ্ব আয়ুর ছাপ|

হে খুনি তোর শিশু দেখেও
হয় না কি সেই ভয়?
দোযখে সে পারবে কী তার
করতে জীবন ক্রয়?|

তোর খাড়ানো শ্মশান ঘাটে
চলবে কি তার শ্বাস?
গজবে কি কাঁক-শরীর জুড়ে
জীবন-মুখর ঘাস?

ছেড়ে দে তাই ছায়ার হত্যা
পাতায় ঠাসা ধড়,
তোর শিশুটির জন্যে একটা
সবুজ স্বর্গ গড়|

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

নকসী বাংলা বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ মন ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো হয়েছে । ধন্যবাদ

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

সাবলীল মনির বলেছেন: ভাল লাগল ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৬

যাযাবর৮১ বলেছেন: লিখার আলাদা একটা ধরন দেখলাম। লিখায় স্বকীয়তার সাথে পরিপূর্ণতা আসুক এই কামনা করি স্রষ্টার কাছে।
শুভকামনা আপনার জন্য :) ভালো থাকুন খুব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.