![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাল্পনিকতা পছন্দ করিনা, আমি বাস্তবতাকে খুব বেশি পছন্দ করি
আমাদের দেশে বিত্তশালীর চেয়ে দরিদ্রের সংখ্যা বেশি। বিত্তশালীরা যে রাস্তা দিয়ে তেল খরছ করে দামী দামী গাড়িতে চড়ে বেড়ায়, সেই রাস্তার সাইট দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দরিদ্র মানুষেরা হেটে চলে। বিত্তশালীরা বেশির ভাগ সম্মানিত হয়ে থাকে আর দরিদ্ররা কপালের ভাগিদার হয়ে থাকে। আসল কথা হল দরিদ্র মানুষ আছে বলে বাংলাদেশে এতো এতো বিত্তশালী তৈরী হচ্ছে, দামী গাড়ীগোড়া চলছে । তবুও বিত্তশালীরা দরিদ্রদের দু’চোখে দেখতে পারে না, এটাই হলো বাংলাদেশের বিত্তশালীদের সবচাইতে বড় নেগেটিভ সাইড। বিত্তশালীরা এটা জানে না যে, দরিদ্র মানুষ তাদের চাইতে অনেক বড় মনের হয়ে থাকে, থাকে সম্মানবোধ,উদারতা। দরিদ্র মানুষ যে ঘরে থাখে সে ঘরে শুধু ভালোবাসা ও শান্তি, ছাড়া আর কিছু নেই, রাত হলে তাঁরা নিশ্চিন্তায় ঘুমাতে পারে। কিন্তু বিত্তশালীদের এসব কিছুই নেই, তাদের আছে শুধু বিলাস বহুল বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জায়গা-জমি আরও অনেক কিছু যা, শুধু জীবনে জন্য শোকের ছায়া মাত্র। আমাদের দেশের মানুষের ভিতরে এখনো অনেক কিছুর অভাব রয়েছে, নিজেকে মানুষ না ভাবলে পারলে, সেই অভাবটা কখনো পূরণ হবে না।
০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬
এম এস ডি সাগর বলেছেন: ধনী গরিব তো তারাও মানুষ, তারাও মানুষের বাহিরে অন্য কিছু নয়, আর একটি মানুষের মধ্যে যদি বিবেক বুদ্ধি, মনুষ্যত্ব, থাকে তাহলে একটা গরিব আর ধনির মাঝে কোন তফাতই থাকে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১
নিলু বলেছেন: মানুষের মতো মানুষ এক জিনিষ আর ধনী / গরীব আলাদা বিসয়, তবে অনেকটা ভাগ্যের উপরও নির্ভরশীল বোধ হয় ?