নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Panjabi Collection, Mu\'ad Fabrication

মুয়াড পানজাবি

Muad Fabrication

মুয়াড পানজাবি › বিস্তারিত পোস্টঃ

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮

আর মাত্র কয়েকটা দিন। দেখতে দেখতে চলে এলো বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ‘পহেলা বৈশাখ’। পহেলা বৈশাখ নিয়ে শুধু এ দেশের মানুষই নয় বরং পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের আছে আলাদা এক উৎসব কেন্দ্রিক প্রস্তুতি। তাই আপনাদের জন্য রইল পহেলা বৈশাখে সাজের প্রস্তুতি টিপস।

পোশাক :
পহেলা বৈশাখ মানেই যে শুধু লাল সাদা পোশাক, সে ভাবনাটা এখন আর নেই। এখন ফ্যাশন সচেতনরা বেছে নিচ্ছেন লাল, সাদা, কমলা, নীল, হলুদ, বেগুনী ইত্যাদি রঙ। বয়স, পরিবেশ আর অভ্যাস মিলে বেছে নিন আপনার পোশাক। তবে যেহেতু উৎসবটি একেবারে দেশীয় সংস্কৃতির তাই মেয়েদের জন্য শাড়ি, আর ছেলেদের জন্য পাঞ্জাবীটাই বেশি মানানসই। বাচ্চাদের পড়াতে পারেন পাতলা সুতির শাড়ি বা সেলওয়ার-কামিজ।

পহেলা বৈশাখের পোশাক মানেই চোখের সামনে ভেসে ওঠে লাল আর সাদায় নানা নকশার সমাহার। বেশ কিছু বছর আগে পহেলা বৈশাখের পোশাকে নকশা বলতে দেশি বাদ্য যন্ত্র আর ব্যবহার্য জিনিসের ছবিই প্রাধান্য পেত। ধীরে ধীরে সে নকশায় জায়গা করে নিয়েছে বাংলার প্রকৃতি আর নানা আলপনার ছবি। লাল সাদা রঙের সঙ্গে হচ্ছে কমলা, নীল, হলুদ, বেগুনী ইত্যাদি রঙের মিলন। বয়স, পরিবেশ আর অভ্যাসের সঙ্গে মিল রেখে বেছে নিতে পারেন বছরের নতুন পোশাকটি।

উৎসবটি যেহেতু একেবারে দেশীয় সংস্কৃতির তাই মেয়েদের জন্য সুতি শাড়ি। অনেকে জামদানি বা সিল্ক শাড়ি পরতে সাচ্ছন্দ্য বোধ করেন। শাড়ির সঙ্গে ব্লাউজে থাকতে পারে গ্রামীণ আবহ। ঘটি হাতা, গলায় কুচি, লেচ ফিতায় ব্লাউজ বা প্রিন্টের যেকোনোটায় মানিয়ে যাবে।

পোশাকের সঙ্গে গয়নার বিষয় আসবেই। কেউ সম্পূর্ন ফুলেল সাজে সজ্জিত হতে চান, কেউ বেছে নেন মাটির গয়না। কেউ বা পুতি বিডস আর ইমিটেশন বেছে নেন। বাঙালী নারী অলঙ্করণে হাত ভর্তি কাচের চুড়ির জুড়ি নেই। আলতা রাঙা পাও বৈশাখী সাজে অপরিহার্য ধরা চলে। তবে দিনভর ঘোরাঘুরিতে যে সাজ আপনার জন্য স্বস্তিদায়ক সেটাই বেছে নেয়া উচিৎ। আজকের তরুণীরা আবার নানা ডিজাইনের লাল-সাদায় টপস বা সালোয়ার কামিজ বেছে নিচ্ছেন। সেখানেও ব্যবহার চলে নানা রকম গয়নার।

ছেলেদের জন্য পাঞ্জাবিই বেশি মানানসই। পাঞ্জাবির সঙ্গে চুড়িদার সালোয়ার, ধুতি পাজাম বা প্লেন কাটের পাজামা বেশ মানাই। কেউ কেউ প্যান্টের সঙ্গেও পরে নেন। পাঞ্জাবির সঙ্গে রঙিন দোপাট্টা কিন্তু খুব মানানসই। বাঙালি আবহ আনতে রঙিন গামছাও শোভা পায় ফ্যাশন সচেতন ছেলেদের গলায়। এই দিনে কেউ চাইলে ফতুয়া বা গেঞ্জিও পরতে পারেন।

বাচ্চা মেয়েদের পরাতে পারেন পাতলা সুতির শাড়ি বা সালোয়ার-কামিজ। ছেলে বাচ্চাদের পাঞ্জাবি বা ফতুয়া। শখ আর সাধ্যের মধ্যে হতে পারে আপনার পছন্দের বৈশাখী পোশাকটি।

word by Iftekhar Ahmed Marin

https://www.facebook.com/muadfabricationbymondolgroup
https://twitter.com/MuadBd
https://www.pinterest.com/muadmondol/muad-fabrication-panjabi-collection
https://www.youtube.com/watch?v=7029roB1cmY
http://muadfabrication.blogspot.com/2016/04/word-by-iftekhar-ahmed-httpwww.html
https://plus.google.com/b/113207516968767011690/?pageId=113207516968767011690

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.