![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নজরে সুন্দর পিচাই
নাম: পিচাই সুন্দারারাজন (সুন্দর পিচাই)
জন্ম: ১২ জুলাই ১৯৭২, তামিলনাড়ু, মাদ্রাজ, ভারত
শিক্ষা: বিটেক (ভারত), এমএস (ইউএসএ), এমবিএ (ইউএসএ)
পদ: গুগলের সিইও
স্ত্রী: অঞ্জলি পিচাই
সুন্দর পিচাই নামটি অপরিচিত মনে হলেও গুগলের এই প্রধান নির্বাহীর তৈরি কয়েকটি সেবা আপনার খুব পরিচিত। গুগলের ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম তৈরিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে তাঁর।
গতকাল বুধবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ১০ আগস্ট সোমবার মাত্র ৪৩ বছর বয়সী সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছেন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। গুগল সম্প্রতি অ্যালফাবেট নামের একটি মূল প্রতিষ্ঠান তৈরির ঘোষণা দিয়েছে। গুগল থাকবে অ্যালফাবেটের অধীনে। সুন্দর পিচাইকে গুগলের প্রধান নির্বাহীর দায়িত্ব দিয়ে ওই পদ থেকে সরে গেছেন ল্যারি পেজ। তিনি অ্যালফাবেটের প্রধান নির্বাহীর পদে দায়িত্ব নিয়েছেন। অ্যালফাবেটের অধীনে সবচেয়ে বড় প্রতিষ্ঠানটির দায়িত্ব সামলাবেন পিচাই। গুগলের নামটি গুগলই থাকছে। গুগলের অধীনে সার্চ ইঞ্জিন, বিজ্ঞাপন, ম্যাপ, অ্যাপ, ইউটিউব ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মতো সেবাগুলো পরিচালিত হবে।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল (Google)-এর সিইও সুন্দর পিচাই ২০১৫ সালে ১০০.৫ মিলিয়ন ডলার বা ৭৮৩ কোটি টাকার বেশি আয় করেছেন বলে এক রিপোর্টে প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়, বিগত বছরে পিচাই বেতন বাবদ মাত্র ৬৫২,৫০০ ডলার প্রাপ্ত হলেও গুগলের রেস্ট্রিকটেড স্টক লভ্যাংশ বাবদ তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করেন। গতবছর গুগলের বার্ষিক লভ্যাংশ বাবদ তিনি ৯৯.৮ মিলিয়ন ডলারের বিশাল অর্থ লাভ করেন। এছাড়া অন্যান্য হিসেব বাবদ তিনি ২২,৯৩৫ ডলার পেয়েছেন।
ধারণা করা হচ্ছে, ২০১৭ সালে তার লভ্যাংশ বাবদ আয় বর্তমান আয়ের দ্বিগুণ হবে।গত ফেব্রুয়ারিতে গুগল পিচাইকে ১৯৯ মিলিয়ন ডলারের রেস্ট্রিকটেড স্টোক উপহার হিসেবে প্রদান করে। ব্লুমবার্গের মতে, এটাই এ যাবৎকালে গুগল সিইওকে দেয়া কোম্পানিটির সবচেয়ে বড় উপহার। গতবছরের আগস্টে অ্যালফাবেটের যাত্রা শুরুর পর পিচাই গুগলের সিইও নিযুক্ত হন। এর আগে পিচাই গুগল ক্রোম ও অ্যান্ড্রোয়েড পরিচালনা করতেন।
যেভাবে উঠে এলেন পিচাই
বিজনেস ইনসাইডার ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে গুগলের যে দলটি ক্রোম ব্রাউজার নিয়ে কাজ করছিল, সে দলের সদস্য ছিলেন পিচাই। এ সময় তিনি গুগল টুলবার, ডেস্কটপ সার্চ, গ্যাজেটস, গুগল গিয়ার অ্যান্ড গ্যাজেটসের মতো বিভিন্ন সার্চ ইঞ্জিন সংক্রান্ত পণ্য নিয়ে কাজ করেছিলেন। ২০০৪ সালে পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুগলে যোগ দেওয়ার আগে অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস নামের একটি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কাজ করেছিলেন। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেনসি অ্যান্ড কোম্পানিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে অনেক দিন ধরে ল্যারি পেজের সহযোগী হিসেবে কাজ করা ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইকে বিনয়ী, স্বল্পভাষী, স্বল্পপরিচিত ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
সুন্দর পিচাইয়ের জন্ম ভারতের তামিলনাড়ুতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়গপুর থেকে প্রযুক্তিতে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন। বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করার পর তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে এমবিএ করেন।
গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বলেন, আগামীতে নতুন নতুন উদ্ভাবন ও পণ্য প্রসারে কাজ চালিয়ে যাবে গুগল। গুগলের জাহাজের হাল ধরে রাখবেন পিচাই। গুগল নিজেই এখন অনেক পণ্য তৈরি করছে। আমি মনে করি পিচাই তাঁরা উদ্ভাবনী লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।
সুন্দর সম্পর্কে ১৯টি সুন্দর তথ্য।
১. সুন্দরের সিইও হওয়ার সঙ্গে-সঙ্গে গুগল চলে এসেছে ‘ALPHABET’ নামের বড়দা কোম্পানি ছাতার তলায়। গুগলের প্রতিষ্ঠাতা LARRY PAGE ও SERGEY BRIN থাকছেন অ্যালফাবেটের দায়িত্বে। অধীনস্থ গুগলের দায়িত্বে রইলেন সুন্দর।
২. তামিলনাড়ুর চেন্নাইয়ে সুন্দরের জন্ম ১৯৭২ সালে। ভীষণ সাধারণ পরিবারের সন্তান সুন্দর ছেলেবেলা থেকেই ছিলেন মেধাবী। সাতের দশকের ভারতের সেই সাধারণ পরিবারের অসাধারণ ছেলেটির আনুমানিক সম্পত্তির পরিমাণ আজ প্রায় ১৫০ মিলিয়ন ডলার!
৩. সহকর্মীদের কাছ থেকে জানা যায়, গভীর চিন্তায় ডুবে গেলেই নাকি পায়চারি করতে থাকেন সুন্দর। ঘরভর্তি লোক, মিটিং চলছে, এদিকে চিন্তিত মুখে ঘরের মধ্যেই পায়চারি করে বেড়াচ্ছেন সুন্দর, এই দৃশ্য আচমকা দেখতে পেলে তাই অবাক হওয়ার কিছু নেই।
৪. সুন্দরের বাবা ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনবছর টাকা জমিয়ে তবে তিনি কিনতে পেরেছিলেন একটি স্কুটার। অর্থকষ্ট থাকলেও সুন্দর ও তাঁর ভাইয়ের লেখাপড়ার ব্যবস্থায় কিন্তু কোনওদিন কোনও অভাব হতে দেননি সিনিয়র সুন্দররাজন।
৫. বাবার কাছেই ছোটবেলায় সুন্দর শুনতেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কী-কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। সেই শুনতে-শুনতেই নাকি প্রযুক্তির প্রতি সুন্দরের আগ্রহের জন্ম।
৬. নিজের হাইস্কুলে সুন্দর ছিলেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন। সেখান থেকে KHARAGPUR IIT-তে বিটেক, তারপর STANFORD UNIVERSITY থেকে এমএস, এবং অবশেষে Wharton School of the University of Pennsylvania থেকে এমবিএ।
৭. আইআইটি থেকে যখন স্ট্যানফোর্ডে যাচ্ছেন সুন্দর, তাঁর বাবাকে নিজের সেভিংস থেকে যে পরিমাণ টাকা বের করতে হয়েছিল, তা ছিল তাঁর পুরো একবছরের রোজগারের সমতুল্য।
৮. গুগলে যোগ দেওয়ার আগে সুন্দর ছিলেন McKinsey & Company-র ম্যানেজমেন্ট কনসালটিংয়ে।
৯. পিচাই গুগ্লে কাজ করছেন সেই ২০০৪ সালে। গোড়ায় তাঁর দায়িত্বে ছিল GOOGLE CHROME ও ক্রোম অপারেটিং সিস্টেমের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। সেইসঙ্গে GOOGLE DRIVE-এর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। পরবর্তীতে GMAIL ও GOOGLE MAP দেখভালের দায়িত্বও বর্তায় তাঁর উপরেই।
১০. ২০১১-য় TWITTER সুন্দরকে মোটা টাকা অফার করে, গুগ্ল ছেড়ে টুইটারে যোগ দেওয়ার জন্য। সুন্দর সেই আহ্বানে সাড়া দেননি। গুগলও সেসময় তাঁর পারিশ্রমিক বাড়িয়ে তাঁকে আটকে রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। বড়-বড় কোম্পানি যাকে নিয়ে এমন কামড়াকামড়ি করে মরে, তাঁর সম্পত্তির পরিমাণ ১৫০ মিলিয়ন ডলার হবে না তো কার হবে?
১১. অফিসের অভ্যন্তরের ঘাঁতঘোঁত বোঝায় সুন্দরের পারদর্শিতাই আজ তাঁকে সাফল্যের শীর্ষে এনেছে, এমনটাই মত তার সহকর্মীদের। শোনা যায়, YAHOO-র সিইও Marissa Mayer-এর সঙ্গে দেখা করতে গিয়ে সুন্দর তাঁর ঘরের বাইরে ঘণ্টার পর-ঘণ্টা অপেক্ষা করতেও পিছপা হননি।
১২. শুধু টুইটারও নয়, অপারেটিং সিস্টেমের দুনিয়ায় গুগলের অন্যতম বড় প্রতিদ্বন্ধী MICROSOFT-ও সুন্দরের জন্য হাপিত্যেশ করেছে বহুবার। গুগ্ল কিন্তু প্রতিবারই নজরকাড়া প্রোমোশন দিয়ে ধরে রেখেছে সুন্দরকে।
১৩. এই যে ক’দিন আগে ভারতের বাজারে এসেছিল কম দামের স্মার্টফোন, যাতে ছিল ANDROID ONE প্রযুক্তি? এই অ্যান্ড্রয়েড ওয়ানও কিন্তু ছিল সুন্দরেরই মস্তিষ্কপ্রসূত।
১৪. NEST নামের এক নামকরা কোম্পানিকে গুগলের সঙ্গে এক করে দেওয়ার পিছনেও এই সুন্দররাজনের কৃতিত্ব ছিল ষোলআনা।
১৫. হোয়াট্সঅ্যাপকে ক’দিন আগে কিনে নিয়েছে ফেসবুক, একথা অ্যাদ্দিনে আমাদের সবার জানা। কিন্তু তার আগে ল্যারি পেজ যে WHATSAPPর সিইও জ্যান কওমকে প্রায় কনভিন্স করেই ফেলেছিলেন, যাতে গুগল হোয়াট্সঅ্যাপকে কিনে নিতে পারে, তার পিছনেও ছিল সুন্দরের সুযোগ্য পরামর্শ।
১৬. Cleanliness is Next to Godliness। Greatness-ও নিশ্চয়ই। সুন্দরের অফিস নাকি সারাক্ষণ থাকে ঝকঝকে-তকতকে, ছিমছাম। আচার-আচরণের পাশাপার্শ্বিকেও সুন্দর তাই মেইনটেন করেন স্নিগ্ধতা।
১৭. পিচাইয়ের প্রেম এদেশের মাটিতেই। খড়্গপুর আইআইটির সহপাঠিনী অঞ্জলির সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে। বর্তমানে দুই সন্তানের সুখী পিতা সুন্দর।
১৮. স্যামসাংয়ের ফোনে ব্যবহার করা হয় গুগলের অ্যান্ড্রয়েড প্রযুক্তি। ব্যবসায়িক সম্পর্কের বাইরে ব্যক্তিগত স্তরেও যাতে পার্টনার স্যামসাংয়ের সঙ্গে গুগলের সম্পর্ক মসৃণ থাকে, সেই উদ্দেশ্যে নিজের উদ্যোগে সুন্দর একদিন ল্যারি পেজ ও গুগ্লের অন্য কর্তাব্যক্তিদের উড়িয়ে নিয়ে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায় SAMSUNG-এর এক কারখানায়।
১৯. পরিচিতরা বলেন, তুখোড় বিশ্লেষণী ক্ষমতার পাশাপাশি সুন্দরের আছে এক অসামান্য ইউনিক প্রতিভা। গাণিতিক যে কোনও নাম্বার একবার শুনলেই বহুদিন মনে রাখতে পারেন সুন্দর। যে কারণে কারও ফোন নাম্বার লিখে রেখে বা ‘সেভ’ করে রাখার প্রয়োজনই পড়ে না তাঁর।
©somewhere in net ltd.