নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

Sometimes in this lifetime, we meet a special soul, who fills our very essence, to almost overflow, we drink the cup of friendship, it tastes like ruby wine, and you know within your heart, this meeting was Divine.

মুগ্ধ আহমেদ

Sometimes in this lifetime, we meet a special soul, who fills our very essence, to almost overflow, we drink the cup of friendship, it tastes like ruby wine, and you know within your heart, this meeting was Divine.....

মুগ্ধ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এই মুগ্ধ......বল শুভদ্রা...............!!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩



এই মুগ্ধ......বল শুভদ্রা...............!!!



আজ শুভদ্রা’র কথা খুব বেশি মনে পড়ছে...মনে পরার অবশ্য যুক্তিসঙ্গত কারন ও আছে...আমরা মানুষেরা তো ইদানীংকালে কোনও কারন ছাড়া স্বপ্নের দরজাতেও তালা দিয়া রাখি যেন স্বপ্নেরা ভুল করে উকি না দেয়...

যাই হোক শুভদ্রা’র কথায় আসি...

স্কুল জীবনের কথা...

-দোস্ত,কাল “আজম ষাঁড়”(...না না ভুল লিখিনি আজম স্যার এর মেজাজ এতটাই কড়া ছিল যে ওনাকে খ্যাপাটে “ষাঁ... ” এর মত লাগত বলে আমরা এমন নাম দিয়াছিলাম...) এর একগাদা বাড়ির কাজ জমা দেয়ার কথা...তর তো নিশ্চয়ই শেষ??

-হুম, শেষ হবেনা...!!তর মত নাকি? ওই আমি কিন্তু পারুম না!!!!!!!!!!!!

-ক্যান পারবিনা দোস্ত...?তুই ছাড়া আর আমার আছেই বা কে ...।???আমাকে এই বিপদ থেকে বাছাইব কেডা ? তোর মনে নাই আসিফ রে গত ক্লাস এ মাইরা তক্তা বানাই দেসে? ওই মাইরের একটা যদি আমার গায়ে পরে আমি তো ইনাল্লিল্লা!!!!!!!!

-প্রত্যেকবার এভাবে কি সম্ভব?আমার কষ্ট হয় খুব।। তাছাড়া কাল তাজুল স্যার এর পড়া আছে...

-ঠিক আছে তুই তাইলে পর আর আমি কাল তক্তা হবনে...

-ওই শইতান,ক্যান ঠিকমতো পইরা তারপর খেলা যায়না?

-তুই আসস কি জন্য?

-কই খেলা তোর?

-সাকিব গো বাড়ির মাঠে...জিতলে সেভেনআপ খাওউয়াইব...।

ঠিক ই পরদিন আমার বাড়ির কাজের খাতা শুভদ্রা নিয়া এল...আমি মার এর হাত থেকে বাছলাম...

আমার ল্যাব খাতা ওর ই করে দেয়া...আমি বাড়ি থেকে টিফিনের টাকা দিয়া খেলতাম...আর শুভদ্রা আমার টিফিন জোগান দিত...দুজনে মিলে বারান্দাই বসে টিফিন খেতাম...

-এই নে...

-কি আন্সস?

-ওঁরে .........।মাসীমার হাতের আমের আঁচার???দে ।।দে।।

সে যে কি তৃপ্তি!!!আহহহ.........।

-শোন ,আজ তোঁকে একটা কথা বলি...। মাসিমা আঁচার বা টিফিন কোনটাই বানাইনা।।কারন সে সকাল ৮ টায় অফিস চলে যায়...।সব আমি বানাই...।

শুনে চোখ চড়কগাছ!!!

-কিইইইইইইইইইইইইইইই??????তুই...?? এতটা বছর তোর হাতের টিফিন খাচ্ছি? আর তুই কস্নাই??

-না,আমার তৃপ্তি তোর খাওয়া দেখে...আমি করেছি বলে যদি তোর সেই তৃপ্তি না থাকে?????

সেদিন কি এক অদ্ভুত চাহনি দেক্লাম শুভদ্রার চোখে মুখে...আগে কখন দেখিনি...হয়তবা খেয়াল ই করিনি...।।

এমন ভাবে যেখানেই আমি কোনও বিপদে পড়েছি শুভদ্রা আমাকে উদ্ধার করেছে...।

মাধ্যমিক এ রেজাল্ট তেমন ভালো হলনা...আর শুভদ্রা এ+...

-মুগ্ধ,তুই কোথায় ভর্তি হবিরে?

-আমার আর ভরতি?তর মত ভালো স্টুডেন্ট না যে খুব নামি কলেজ ভর্তি হব...বাবা বলেছে,সিটি কলেজ ভর্তি করাবে...তুই?

-আমার তো ভিকারুন্নেসায় হইসে...।

-বাহ!খুব ভাল...ভরতি হএয়া যা...।



সিটি কলেজ প্রথম দিন ক্লাস করতে যেএ আমি অবাক...শুভদ্রা আমার ক্লাস এ...

-কিরে তুই এখানে?

-আমি অন্য কলেজ ভর্তি হলে তোর বাড়ির কাজ করে দেবে কে শুনি???

দুজনেই সেদিন খুব হাসলাম... একসাথে বসলাম পাশাপাশি...অনেক গল্প...



একদিন............

-মুগ্ধ...।।

-কিরে বল...ডেকেছিস ক্যান? ওদিকে রাসেল রা বসে আছে... টিম এর ব্যাপারে আলোচনা আছে...।জলদি ক কি কবি?

-আমি তোকে কিছু বলতে চাই...

-হুম...বল...

-মানে ...।আমি...আসলে...।

-কি ব্যাপার শুভদ্রা..এমন আমতা আমতা করছিস ক্যান?

-(ও হঠাৎ রেগে গেল...)কিরে তুই কি কোনদিন গোছালো হবিনারে???কিছুই বুঝিস না তুই?কিছুই না????

-কিরে তোর চোখে পানি ক্যান?কান্দিস ক্যান?কি হইসে?

ও দৌড়ে ছুটে পালিয়ে গেল...।আমি খেলায় মত্ত হয়ে রইলাম...। ভাবলাম পরদিন সব ঠিক হয়ে যাবে...কিন্তু দেখি ও আমার থেকে দূরে থাকে...।জিজ্ঞেস করলে উত্তর দেইনা...আমারও একসময় রাগ চেপে গেল...।

-যাহ...দুরে মর গিয়া...তর কিসের এত রাগ??????রাগ কি খালি তোর ই আছে??আমার নাই????? আজ থাইক্কা তোরে আমি চিনিনা...।

পরদিন থেকেই গ্রীষ্মের বন্ধ ছিল...বাসা থেকে সবাই মিলে সিলেট বেড়াতে গেলাম...আমিও আর জেদে শুভদ্রার সাথে যোগাযোগ করিনাই...।

২০ দিন পর যখন কলেজ খুলল,প্রথমদিন দেক্লাম শুভদ্রা আস্লনা...২/৩ দিন পর ওদের বাড়িতে গেলাম...গিয়া মাসীমার মুখে শুনি,শুভদ্রা কলকাতায় ওর পিশি’র বাড়িতে থেকে পড়ালেখা করবে...।

তারপর ৩ টি বছর পার হল...

আজ আমি সরকারি ইউনিভার্সিটি’র একজন ছাত্র... রেজাল্ট ভাল...আজ আমি অনেক গোছাল...নিজের অ্যাসাইনমেনট নিজেই করি...অনেক বন্ধু আমার...

আমার এ পরিবর্তনের পিছনে একমাত্র কারন শুভদ্রা...ওর চলে যাওয়া আমাকে অনেককিছু করতে শিখিয়েছে... কলেজ জীবনের বাকিদিন গুলোতে প্রতিটা মুহূর্ত আমি শুভদ্রা কে মিসস করেছি...।

এই ৩ টি বছর ও দেশে আসেনা... কোনও যোগাযোগ ও নেই...কিন্তু ওর জন্য আমার মনে অনেক খানি জায়গা জুড়ে আছে...ও সেদিন কি বলতে চেয়াছিল আমি শুনতে চাইই...।ভাবছি,আসছে ছুটিতে কলকাতা যাবো...।

শুভদ্রার কাছে...।।

নিশ্চয়ই ও আমাকে চিনতে পারবে.....................। দেশ আলাদা হয়েছে,মন তো নয়...সময় বয়ে গেছে... কিন্তু ভাললাগা ছেড়ে যায়নি......... বেড়েই চলেছে...

আমি আসছি শুভদ্রা... তোমার সেদিনের না বলা কথা শুনতে...আমি আসছি...............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.