নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার জন্য জানতে চাই, পৃথিবীকে বদলাতে চাই

আ.আ.আজাদ

আমি জানতে চাই, তাই প্রশ্ন করি। প্রশ্ন করি যেন অন্য কেউ জানতে চাইলে উত্তর দিতে পারি।

আ.আ.আজাদ › বিস্তারিত পোস্টঃ

Transcom এর AC Servicing ............আমার তিক্ত অভিজ্ঞতা

০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯

কোন কোম্পানির এত জঘন্য customer service হতে পারে তা আমার জানা ছিলনা।
আমি Transcom থেকে একটা AC কিনেছিলাম ২০১৬ তে। ২০১৭ তে আমার ১ বছরের free service থাকা কালীন আমি তাদের customer service এ ফোন করে service করতে বললে তারা নানা ভাবে আমাকে বোঝাতে থাকে যে এই servicing টা আমি নিজেই করতে পারব। এবং কিভাবে করতে হবে তা নানা ভাবে আমাকে শেখাতে চেষ্টা করে। তো বেশ কয়েকবার ত্যানা প্যাঁচানোর পর তারা একজন technician পাঠায়।

এই বছর আর এক কাহিনী।
তারা নাকি free service দিবে।
তো আমি তাদের customer care 16212 no. ফোন করা শুরু করি (Toll free নয়)। ০৩.০৩.১৮ তে ৫ বার চেষ্টা করার পর আমি লাইন পেলাম এবং আমাকে schedule দিলো ০৪.০৩.১৮ তে 10am - 12 pm. সন্ধ্যা ৬টা পর্যন্ত আপেক্ষা করার পর আমি আবারও customer care এ ফোন করা শুরু করি। ৮ বার চেষ্টা করার পর লাইন পাই।

এবার তারা আমাকে আবার schedule দিলো ০৫.০৩.১৮ তে 4pm-6pm. যথারীতি কেউ এলো না। আর আমি ৬টার পর আবার customer care এ ফোন করা শুরু করি। এবারও ৪ বার চেষ্টা করার পর লাইন পাই। আবার তারা আমাকে sorry বলে এবং পুনরায় schedule দেয় ০৬.০৩.১৮ 2pm-4pm. যথারীতি কেউ আসেনি বা যোগাযোগ ও করেনি।

এটা customer দের সাথে Transcom এর কেমন আচরণ? কোন ভদ্রলোক কি ওখানে কাজ করে না?

যতসব বাটপারের দল।

আপানাদের কারো এমন কোন আভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। আসুন সবাই এই corporate বাটপারদের বিরুদ্ধে সোচ্চার হই।

আর একটা অনুরোধ, পারলে Samsung AC অন্য distributor দের কাছ থেকে কিনুন।



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

শাহ আজিজ বলেছেন: একজন এ সি টেকনিশিয়ান খুজে নিন। এদের সাথে পারবেন না। আমারও বিশাল ওয়ালটন ফ্রিজ নিয়ে চমকপ্রদ প্রতারনার কাহিনী আছে ।

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

আ.আ.আজাদ বলেছেন: ধন্যবাদ। এখন সেটাই খুজছি।

২| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

মাআইপা বলেছেন: একটা অভিযোগ পত্র তৈরী করে ওদের উর্দ্বতন কর্তৃপক্ষ বরাবর By Post & By Mail পাঠান। কিছু হবেনা হয়তো তারপরও কিছুতো হবে।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯

আ.আ.আজাদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সৈয়দ ইসলাম বলেছেন:
পুঁজিবাদের তলে আমরা বলি হচ্ছি প্রতিনিয়ত..

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩০

আ.আ.আজাদ বলেছেন: ১০০% সহমত।

৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০

সোহানী বলেছেন: কর্পোরেট বেনিয়াদের থেকে এর ভালো অাচরন পাবেন না....... আর সমাধান??? দেশে সব সমাধান মাস্তানদের হাতে...........

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩১

আ.আ.আজাদ বলেছেন: ভাই, ওই খানেই আমরা দুর্বল।

৫| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ভাইরে সব প্রতিষ্ঠানের একই অবস্থা।
তারা বলে এক, করে আরেক।

আমার পানির ফিল্টার টাতে সমস্যা। ওদের কাস্টমার কেয়ারে ফোন করে বললাম। ওরা বলল স্যার কোনো অসুবিধা নাই আমাদের লোক চলে যাবে ৪৮ ঘন্টার মধ্যে। ৪৮ ঘন্টার মধ্যে আসে নাই। আমার আবার ফোন হয়েছে।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩২

আ.আ.আজাদ বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

বারিধারা ২ বলেছেন: স্যামসাংয়ের পণ্য কিনলে ইলেক্ট্রা বা সিঙ্গার থেকে নিয়েন, ওরা সারভিসিংয়ের ক্ষেত্রে খুব ফাস্ট

১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩২

আ.আ.আজাদ বলেছেন: আমিও সেটাই বলতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.