নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত পিঞ্জর

মুক্ত পিঞ্জর

পরিস্থিতি যাই হোকনা কেন আমি নিজেকে খুশী ও প্রফুল্ল একজন মানব হিসেবে বিবেচনা করি। কারন আমি শিখেছি, মানুষের বৃহৎ পরিসরে দুঃখ ও অখুশির বড় কারন পরিস্থিতি নয় বরং স্বভাব।

মুক্ত পিঞ্জর › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১:০৩

লুঙ্গি খুলে উলগু হয়ে মাথাই পাগড়ি বাঁধলে ইবাদতটা যেমন হিতে বিপরীত হয়ে যায় তেমনি আমাদের বাঙালিদের সংস্কৃতি উৎযাপন অনেকটা সেরকম মুখ থুবড়ে পরেছে।একজন মধ্যবিত্ত পিতা যে কিনা দু’বেলা পরিবারের জন্য খাবার জোগাতে হিমশিম খেয়ে যায় সে মানুষটা যদি পহেলা বৈশাখে তার মাসের অর্ধেক খরচের টাকা দিয়ে ইলিশ না কিনতে পারে তবে নিজেকে বর-অপরাধি মনে করে তার অবুঝ ছেলে মেয়েদের কাছে।আমাদের আপুরা সারা বছর পাখি থেকে শুরু করে সানি-লিয়ন কোন ড্রেসই পরা বাদ দেয়নি ওই ইন্দিয়ান দিদিদের কে অনুসরণ করে অথচ একটা দিনের জন্য কতটা খেসারত দিতে হয় আমাদের দাদাদেরক শাড়ির দোকানে।পহেলা বৈশাখ উপলক্ষে উঠতি বয়সী ছেলে মেয়েরা যেভাবে নিজেদেরকে উজাড় করে দিচ্ছে একে অপরের কাছে আর বাড়িতে বসে বাবা মা নিশ্চিন্তাই গোঁফে সরিষা তেল মাখছে আর বলছে নতুনদের প্রজন্ম তো অনেক বেশি সংস্কৃতি মনা ।যে শহরে এখনও ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাই শিশুরা সেখানে এক প্লেট পান্তা ভাত কিনে খাই হাজার টাকা দিয়ে।এ কেমন মানবতা, কেমন ঐতিহ্য আমাদের। >>>>(মুক্ত পিঞ্জর)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.