![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“Ask yourself often, why do I have to think like other people think?”
৭ ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছোটবেলা থেকেই অসম্ভব রকম আমাকে স্পর্শ করে এসেছে, কখনো ক্রোধের, কখনো আবেগের প্রতিফলন ঘটেছে। কিন্তু বিগত কয়েকবছর ধরে, এই ভাষণের অত্যাচারে জর্জরিত আমি। আমার মত মনে হয় অনেকেই। এমন পর্যায়ে পৌঁছেছে যে কানে আঙুল দিয়েও এই ভাষণ থেকে নিজের কানকে রক্ষা করতে হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিনে, মৃত্যুদিনে এবং ৭ই মার্চ সহ এই বিশেষ দিনগুলোতে, বিভিন্ন লীগ ময় কমিটি গুলোর মধ্যে হয়তো প্রতিযোগিতা হয় কে কত জোরে, কে কত পাওয়ারফুল সাউন্ড বক্সে, কে কত বার এই ভাষণ বাজাতে পারে। আর সেই প্রতিযোগিতায় কে জিতেছে আর কে কিভাবে পুরষ্কৃত হয়েছে সেটা জানি না, তবে আমার মত সাধারন লীগহীন মানুষের কানে সেই ভাষণ আর স্পর্শ করে না। লীগ ময় কমিটি গুলো যেভাবে কানের মধ্যে ঠেসে ঠেসে এই ভাষণ ঠুকিয়েছে, তাতে বদ হজম হওয়াটাই স্বাভাবিক।
এই কালজয়ী ভাষণকে এভাবে উপস্থাপন করে এর আবেদনকে নষ্ট করে দিয়েন না। বঙ্গবন্ধুকে তো শেষ পর্যন্ত বিরানীর প্যাকেটের লোগোতে নিয়ে ঠাই দিয়েছেন। ভাষণটাকে 'কালজয়ী' হয়েই টিকে থাকতে দেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
বিজন রয় বলেছেন: ভাষণটাকে 'কালজয়ী' হয়েই টিকে থাকতে দেন
সহমত।