নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিশ্বাসী, কিন্তু মনের দরজা খুলে রাখাতে বিশ্বাস করি। জীবনে সবথেকে বড় অনুচিত কাজ হল মনের দরজা বন্ধ রাখা। আমি যা জানি সেটাই সত্য, বাকি সব মিথ্যা…এটাই অজ্ঞানতার জন্ম দেয়।

মুক্তমনা ব্লগার

“Ask yourself often, why do I have to think like other people think?”

মুক্তমনা ব্লগার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশি পাসপোর্ট ইজ নট অ্যালাউড ইন আওয়ার হোটেল।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

ওহ! ইউ ফ্রম বাংলাদেশ? সরি! নো বাংলাদেশি পাসপোর্ট ইজ অ্যালাউড ইন আওয়ার হোটেল। গভর্নমেন্ট পারমিশন নেহি হ্যায়।’ - কথাগুলো বলছিলেন মুম্বাই শহরের হোটেল ‘সি গ্রিন’ ও ‘সি গ্রিন সাউথ’র ম্যানেজাররা।
আইসিসি টি-টোয়িন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কলকাতা থেকে প্রায় ২৬ ঘণ্টা ট্রেন ভ্রমণ শেষে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে দশটায় মুম্বাই রেলস্টেশনে নেমেছি আমরা দশ বাংলাদেশি গণমাধ্যম কর্মী।
নেমেই যথারীতি হোটেল খুঁজতে বেরিয়েছি মুম্বাই শহরে। কিন্তু হোটেলে গিয়ে হোটেলের ম্যানেজারদের মুখ থেকে এসব কথা শুনেই আমাদের সবার চোখ কপালে!
এখানকার হেটেলগুলোতে বাংলাদেশ থেকে এসেছে শুনলেই চোখ উঁচু করে, ভ্রু কুচকে, মুখ বাঁকা করে একবারে সোজা না করে দিচ্ছে! তাহলে কি আমরা বাংলাদেশে জন্মে পাপ করেছি? আমরা তো এখানে বেড়াতে আসিনি। এসেছি আইসিসি’র আমন্ত্রণে। আর যদি বেড়াতেও আসি তাতেই বা দোষ কী? যাই হোক উল্লিখিত প্রথম দুই হোটেলে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসার পর বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জি টিভি’র ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক তাইব অনন্ত ও চ্যানেল আই’র স্পোর্টস করেসপন্ডেন্ট আরিফ চৌধুরী গিয়েছিলেন হোটেল সিলভার মুনসহ আরও দুই হোটেলে।
তাদের পরিচয় না জেনে রুম দেখিয়ে হোটেল কর্তৃপক্ষ এক একটি রুমের ভাড়া হাঁকিয়েছেন ৬ হাজার রুপি। রুম দেখার পর তারা দরদামের সময় হোটেল কর্তৃপক্ষ পরিচয় জানতে চায়। দুজনই বাংলাদেশ থেকে এবং আরও আটজন যারা আসবে সবাই এক দেশের তখন এক রকম রেগে গিয়ে তাদের বলেন, ‘সরি আপকো রুম নেহি মিল সাকতা। কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন হ্যায়।’
আরেক হোটেলের ম্যানেজার বলেন, আমাদের সিআইডি ফর্ম নেই। ওটা থাকলে আপনাদের জন্য চেস্টা করে দেখতাম। জবাবে তারা কিছুই না বলে ফিরে আসেন। তখনও আমাদের সবার শরীর ভীষণ ক্লান্ত, পেটে ক্ষুধা। বসার জায়গা দূরে থাক ল্যাগেজ রাখারও এতটুকু জায়গা নেই।
রোদের মধ্যে না খেয়ে না ঘুমিয়ে ক্লান্ত শরীরে মুম্বাই রেলস্টেশনে ল্যাগেজের পাহারার জন্য তিনজন রেখে বাদ বাকি সবাই বেরিয়ে পড়েছি হোটেলের খোঁজে।
এভাবে একটি দুটি করে প্রায় ১৯টি হোটেল দেখার পর বিকেল ৩টা নাগাদ খাড়াকের মোহাম্মদ আলী রোডের মিনারা মসজিদের পাশে অবশেষে একটি হোটেলে আমরা উঠি। —


পড়ছিলাম আইসিসি টি-২০ বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের অভিজ্ঞতার কথা। তারা মুম্বাই গিয়ে এভাবেই হোটেল কতৃপক্ষ কতৃক বিতাড়িত হয়েছেন।

বাংলাদেশী পাসপোর্ট? নট এলাউড' আর 'কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন হ্যায়' লেখাটা দেখে হতবাক হচ্ছি।

দেশে কত ভারতীয় আছেন, আমার নিজের আছে অনেকে, তাদের তো কোন সমস্যার সম্মুখীন হতে দেই নি আমরা। এমনকি নতুন যখন তারা দেশে আসে, রিকশাভাড়া কোথা থেকে কোথায় কত নেবে, কোনটা কতটাকার নোট, থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছি। উপরের ঘটনা খুবই দু:খজনক ব্যাপার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭

প্রামানিক বলেছেন: এটা ভাই দাদাদের ব্যপার, কিছু করার নাই।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৩

মুক্তমনা ব্লগার বলেছেন: এই দাদারাই কদিন পর আমাদের বিচি নিয়ে টানাটানি করবে তখন আমাদের কিছুই করার থাকবে না ।

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:২৮

মারুফ তারেক বলেছেন: সেদিন এক ব্লগারের বিবরণে বাংলাদেশ বিমান কর্তৃক বাংলাদেশী পাসপোর্টধারীদের বিড়ম্বনার স্বীকার হওয়ার ঘটনা শুনেছিলাম। ঘটনাটি শুনে রাগ হয়েছিল।

যাইহোক, যেখানে আমাদের বাংলাদেশের একটি প্রতিষ্ঠান আমাদের সম্মান দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, সেখানে ভারতের মত একটা দেশে গিয়ে এরকমের একটি ঘটনা ঘটায় অবাক হব না।

অতিধি আপ্যায়নে ভারতীয়রা কেবল বলেই থাকে, অতিথি দেবতার সমান। বাকিটা..

তবে সাদা চামড়া দেখলে অবশ্য তাদের মন খুলে যায়। :P

আপনারা যে বিড়ম্বনার স্বীকার হয়েছেন, এজন্য সমবেদনা থাকল।
একজন সাধারণ বাংলাদেশী হিসেবে এর বাইরে দেবার মত হয়ত আর কিছুই আমার কাছে নেই। :(

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪১

মুক্তমনা ব্লগার বলেছেন: হিস্টরি রিপিটস যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে ভারতীয়দের সাথে সেদিন হয়ত তাদের কিছুই বলার থাকবে না ।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:৩৯

সাগর সাখাওয়াত বলেছেন: তাইতো নাম দিয়েছি গুটিবাব বা ধুতীবাব ।।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

মুক্তমনা ব্লগার বলেছেন: ওরা আসলে জুনায়েদের ভাষায় গুটিবাজ ।ওরা আসলে জুনায়েদের ভাষায় গুটিবাজ ।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কুত্তার ঘেউ ঘেউ তার গলির ভেতর।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৪

মুক্তমনা ব্লগার বলেছেন: আর হার এক কুত্তা কি দিন আতা হে।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

বাংলার জামিনদার বলেছেন: সামনে আরো খারাপ দিন আসছে, অন্য দেশেও একই কেস হবে। আমাদের ভাষা, আচরন, শিক্ষা যেভাবে হচ্ছে তার ফল পাওয়া শুরু করছি মাত্র।

৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

মুক্তমনা ব্লগার বলেছেন: অসহ্য এক যন্ত্রণার ভেতর দেশ ও দেশের সব মানুষগুলো বেচে আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.