![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও আমি কখনো দুঃস্বপ্নে বিভোর ছিলামনা এবং আজও না ।তবে একটা জাগ্রত স্বপ্ন দেখতাম ; একদিন ভালোবাসব ,ঐ আকাশের বিশালতার মতো নয় কেবল আমার মনের গভীরতা থেকে ।
আপনি কোন্ প্রকৃতির ব্যক্তি সেটা নির্ধারিত হয় আপনার প্রাত্যাহিক কর্মকাণ্ডের ভিত্তিতে। যেহেতু ব্যক্তি যা প্রকাশ করে তা-ই ব্যক্তির ব্যক্তিত্ব, অতএব আপনি কতটুকু সম্মান পাবার যোগ্য তা নির্ধারিত হবে সর্বস্তরের জনগণের প্রতি আপনার আচার আচরণ, কথা বলার সাউন্ড,ভঙ্গি, কোনো প্রতিদানের আশা না করে নিজ বিবেচনায় অন্যের উপকার সাধন প্রভৃতির মাধ্যমে।
আপনি উচ্চপদে আসীন হয়ে ঐ পর্যায়ের লোকদের সাথে মেলামেশা করে ভেবে বসবেন না আমিই প্রকৃত শিক্ষিত, সম্মানিত, প্রকৃত যোগ্য। হ্যাঁ এজন্য আপনাকে প্রতিনিয়ত সবাইকে চিৎকার করে বলতে হয় আমিই একমাত্র শিক্ষিত, সম্মানিত, যোগ্য-আমাকে সম্মান দাও, আমার পরামর্শ নাও যেহেতু ওটাই পৃথিবীর বুকে একমাত্র সঠিক।
কিন্তু না জনাব, এত সহজেই আপনি জনমনে জায়গা করে নিতে পারছেন না। আপনি কেমন প্রকৃতির তা নির্ধারিত হবে আপনার অধীনস্তরা আপনাকে কিভাবে মূল্যায়ণ করে, আপনার বাসার কাজে সাহায্যকারিনীর সাথে ব্যবহার, মুচি ঝাড়ুদার থেকে শুরু করে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সাথে একই ধরণের ব্যবহার।
কী বাইরে কী ঘরে সবসময় সমাজের কথিত নীচু শ্রেণির লোকদের দিকে সর্বদা সজাগ দৃষ্টি, তাদের ভালোমন্দের খবর নেয়া, তাদের সাধ্যমত সাহায্য করা(অবশ্যই চুপিচুপি), সর্বোচ্চ বিনয়ের সাথে কথা বলা এগুলোর মাধ্যমেই জগদ্বিখ্যাত ব্যক্তিগণ স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন।
অতএব আপনিই ঠিক করুন আপনি কিভাবে সমাজে স্থান করে নেবেন। সারাক্ষণ হাই স্ট্যাটাস করে ষাঁড়ের মত চিৎকার করবেন নাকি মাটির মানুষ হওয়ার চেষ্টা করবেন, এটা আপনার বিবেচ্য বিষয়। আপনার কথার সাউন্ড শুনেই আপনাকে মোটামুটি মূল্যায়ণ করা যাবে আপনি কোন প্রকৃতির।
শক্তের ভক্ত নরমের যম হওয়ার মাঝে নিজের মনুষ্যত্বের দেউলিয়াই ফুটে উঠে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
অবনি মণি বলেছেন: হ্যাঁ , ঠিকই বলেছেন ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
দেরীতে হলেও, আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন দেখে ভালো লাগলো
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
অবনি মণি বলেছেন: ধন্যবাদ !
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
তুহেল আহমেদ বলেছেন: আমাদের দেশে নম্রতাকে দুর্বলতা ভাবা হয়, যেটা সর্বজন-সর্বজায়গা স্বীকৃত।
অবশ্য সবকিছুর মূলেই ব্যক্তি মানসিকতাটাই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
অবনি মণি বলেছেন: জি ,এটাই বাস্তবতা ।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯
কালীদাস বলেছেন: এই সবক নিজেকে এখনও মাঝে মাঝে দেই, কিন্তু উচিত না দেয়াটা। কারণ, সব জায়গায় এই জিনিষ এপ্লিকেবল না। কিছু পাবলিক আছে, এগুলোর পশ্চাদ্দেশে ঝেড়ে লাথি না মারলে কাউকেই পাত্তা দেয় না। এদের সাথেও নম্রতা দেখাতে গিয়ে যথেষ্ট খারাপ বিহেভের শিকার হয়েছি এককালে। আর না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১
অবনি মণি বলেছেন: হুম।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আসলে বিষয়টা আপেক্ষিক।
সব সময় সবার সাথে ভালো ব্যবহার কাম্য। এটা নীতিকথা। কিন্তু এর জন্য অনেক বিড়ম্বনারও শীকার হতে হয়।
গরিব ও নিচু শ্রেণির লোকদের সাথে বেশি আলাপ না করে এদেরকে ভদ্র ভাবে এড়িয়ে চলাই উত্তম।
এখন ভালোকে সবাই ভালো বলে ও প্রশংসা করে কিন্তু সম্মান ও ভয় করে তাদের যারা স্টিমরোলার চালাতে পারে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
অবনি মণি বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ইগ্নোর করতে হবে।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪
সামিয়া বলেছেন: ভালো বলেছেন, কিন্তু এই উপদেশ সবাই সবাইকে দেয়, নিজের ভেতর এমন ভুল থাকতে পারে তা কম মানুষই স্বীকার করে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
অবনি মণি বলেছেন: আপু, আমি আমাকে বাদ দিয়ে কিছুই বলিনা। অবশ্যই আমার মধ্যেও এটা থাকা উচিত। আছে কিনা সেটা আবার আমি নিজে বিচার করতে পারবোনা। আপনারাই করবেন। ধন্যবাদ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
আনোয়ার হুসাইন খান বলেছেন: কত সুন্দর কথামালা, আপনার লেখা উপদেশগুলো যদি সবাই মেনে চলত! পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
অবনি মণি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমিও যেনও মেনে নিতে পারি ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
ANIKAT KAMAL বলেছেন: ইতি সামিয়ার মন্তব্যের সাথে অামি একমত । প্রত্যেক মানুষ যদি নিজের ইজ্জত অার জবান ঠিক রাখেন তাহলেই সে শ্রেষ্ঠ মানুষ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৩
অবনি মণি বলেছেন: হ্যাঁ, এটা সত্য!! ধন্যবাদ ।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২
পলাশমিঞা বলেছেন: আমার কপালে ঠাঠা পড়ছে!
আমি জীবনেও ভালোমানুষ হতে পারব না। সুশিল সমাজে নিশ্চয় আমার স্থান নেই।
সবার মঙ্গল হোক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০
অবনি মণি বলেছেন: আপনারো মঙ্গল হোক!!
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯
পলাশমিঞা বলেছেন: দেখেছেন, সুশিল সমাজে আমার স্থান নেই।
আমি লিখেছিলাম সবার মঙ্গল হোক।
জবাবে লেখক বলেছেন: আপনারো মঙ্গল হোক!!
আমি সত্যি আলাদা প্রজাতি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৪
অবনি মণি বলেছেন: হাহাহা!! মিয়া এতো প্যাঁচায় কেন?
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৭
পলাশমিঞা বলেছেন: সবার জীবন সোজা এবং সহজ হোক।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩০
অবনি মণি বলেছেন: আপনারো হোক
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৮
পলাশমিঞা বলেছেন: আমার জন্য একটু বেশি দোয়া করবেন।
বিরক্ত করে থাকলে ক্ষমা করবেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪১
অবনি মণি বলেছেন: আমার জন্য একটু বেশি দোয়া করবেন।
বিরক্ত করে থাকলে ক্ষমা করবেন।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৫
পলাশমিঞা বলেছেন: নিশ্চয় আল্লাহ আপনাকে সফল করবেন।
আর বিরক্ত করব না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৩
অবনি মণি বলেছেন: নিশ্চয় আল্লাহ আপনাকে সফল করবেন।
আর বিরক্ত করব না।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯
নিয়াজ সুমন বলেছেন: চমৎকার বলেছেন। সহমত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
অবনি মণি বলেছেন: ধন্যবাদ !!
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫
ব্লগার শান বলেছেন: একদম ঠিক কথা। মনের মত।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩
অবনি মণি বলেছেন: ধন্যবাদ অশেষ !!
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শক্তের ভক্ত নরমের যম হওয়ার মাঝে নিজের মনুষ্যত্বের দেউলিয়াই ফুটে উঠে। একদম খাঁ টি কথা আপু
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩
অবনি মণি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!!
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫
শামীম সরদার নিশু বলেছেন: "সম্মান ব্যক্তিত্ব যোগ্যতা আপনাতেই প্রকাশ পায়, জোর করে আদায় করা যায় না "
এই একলাইনের শিরোনামেই ফাটিয়ে দিয়েছেন।
ধন্যবাদ অতি উত্তম একটি পোস্টের জন্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
অবনি মণি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য!!
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: শক্তের ভক্ত নরমের যম হওয়ার মাঝে নিজের মনুষ্যত্বের দেউলিয়াই ফুটে উঠে। চিরন্তন সত্য।
০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
অবনি মণি বলেছেন: ধন্যবাদ!!
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সৃন্দর বলেছেন, তবে অারোও লিখতে পারতেন
১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
অবনি মণি বলেছেন: তখন মাথায় এতোটুকু এসেছিল।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
গেম চেঞ্জার বলেছেন: এই জন্য দৃষ্টিভঙ্গি ব্যাপারটা খুবই গুরুত্বপুর্ণ! আমার মতে, আপনি যদি ভালো-টাকে অ্যাপ্রেশিয়েট করতে পারেন এবং খারাপকে নেগেটিভলি হ্যান্ডল করতে পারেন তাহলে অবশ্যই আপনি মানুষ হিসেবে উৎকৃষ্ট শ্রেণিভুক্ত!