নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

জয়ললিতা জন্ম-মৃত্যু দুটি পর্বেই সফল সার্থক হয়েছেন......

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

মৃত্যু যেমন একটি চিরন্তন সত্য তেমনি মৃত দেহখানাকে সমাহিত করাও একটি চিরন্তন প্রথা !
ধর্মানুযায়ী আলাদা আলাদা প্রথাও বিরাজমান ! তবে সবচেয়ে নৃসংশ মানে দাহ প্রথাটা হিন্দু বা সনাতন ধর্মীয় প্রথাতেই দেখা যায় ! সে যা-ই হোক, আসল কথা হলো-
মৃতদেহ সমাহিত করা নিয়ে এই ধর্মীয় পরস্পর বিরোধী প্রথার মধ্যে ত্যানাপ্যাঁচানো বক্তব্য থাকলেও আসল লাভ-ক্ষতিটা কি ?? কারন, সকল মানুষের জন্ম ও জন্মদান পদ্ধতি, নারী-পুরুষ ভেদে দেহের গঠন আকৃতি এবং মৃত্যুর প্রক্রিয়া একই হলে সমাহিত করার প্রথা পদ্ধতিতে ভিন্নতা কেন ভাই ? ধর্মীয় বিশ্বাসের সাথে এই প্রথার সম্পর্কটা কি ? এই প্রথা কি মানুষকে স্বর্গ-নরকে কিংবা আত্মার মুক্তি সাধন এনে দিতে পারে ??
গত কয়েকদিন ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্য নিয়ে অর্থাৎ তাঁকে দাহ না করে কবর দেওয়ার কারণে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এবং সোশ্যাল মিডিয়াতেও যে প্রতিক্রিয়া দেখা গেছে তা সত্যিই অবাক করার মত ! তামিলনাড়ুর সাধারণ জনতা যারা তাঁকে মা বলে সম্বোধন করতো সেই তারাই বিস্ময়াকারে ঘৃণা প্রদর্শন করতেও ছাড়েনি ! ভারতের কট্টরপন্থী বড় বড় জাতীয় দৈনিকগুলোতেও বিতর্কের ঝড় উঠেছে যে, কেন ব্রাক্ষ্মণ হয়েও ব্রাক্ষ্মণ রীতিকে এড়িয়ে দ্রাবিড় গোষ্ঠীর মতকে প্রধান্য দেওয়া হলো ! অনেক এক্ষেত্রে ভোটের রাজনীতি টেনে এনেছেন ! আবার অনেক জাত-পাত অবিশ্বাসীরাও তুলোধুনো করেছেন; সনাতন ধর্মে গেড়ে বসা কুসংস্কারাচ্ছন্ন কট্টরপন্থী ব্রাক্ষ্মবাদকে, তাঁদের মতে- জয়ললিতা জন্ম-মৃত্যু দুটি পর্বেই সফল সার্থক হয়েছেন অর্থাৎ জীবনে সুদর্শনা-সুঅভিনেত্রী এবং প্রজ্ঞাময়ী রাজনীতিবীদ হিসেবে যেমন পৃথিবী দাপিয়েছেন তেমনি মৃত্যুতেও ধাক্কা দিয়ে গেলেন হিন্দু সমাজের একটা নৃশংসীয় প্রথার বিরুদ্ধে !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.