নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

ভুল নিয়ে ভুল ধরার ভুল মানসিকতা ত্যাগ করিলে একদিন ভুলটাই সঠিক বলিয়া সমাজে ফিরিয়া আসিবে :)

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

ডিয়ার পাবলিকস-
প্রতিবছর সিলেবাস চেঞ্জ করে পাঠ্যপুস্তক বানাইতে গেলে ভুল হইতেই পারে; এই জন্য এতো আলোচনা-সমালোচনার কি দরকার ?
শিক্ষার্থীরা এইসব ভুল সঠিক করে পড়ে এবং শিখে নিলেই তো হয় ! ইহাতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিবে নিশ্চিত থাকেন ! তাছাড়া সরকারের টাকায় বানানো ভুল সরকারের বেতনভোগী শিক্ষকরাই ইচ্ছে হলে শুধরে দিবেন, এই জন্য পাবলিকসের এতো হা হুতাশের কি দরকার বুঝিনা ?
তাছাড়া এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক নায়ায়ণ চন্দ্র স্যার তো বলে দিয়েছেন'ই যে আগামী বছর এসব ভুল হইতে পুস্তকগুলি আরোগ্য লাভ করিবে !
পরিশেষে, 'টাকা ছাড়া কি চাকরি হয় দাদা' ? :) তাই ভুল নিয়ে ভুল ধরার ভুল মানসিকতা ত্যাগ করিলে একদিন ভুলটাই সঠিক বলিয়া সমাজে ফিরিয়া আসিবে :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুদ্রণজণিত ভুল ক্ষমাযোগ্য কিন্তু তথ্যে অসংগতি, বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, ভুল তথ্য উপস্থাপন কিংবা বিতর্কিত কোন কিছু থাকলে তার জন্য সরকারী এ সমস্ত লুলা মার্কা কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাদের দায়িত্ব ও কর্তব্য সর্ম্পকে জিঙ্গাসিত করতে হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক নায়ায়ণ চন্দ্র গং রা শুধু একটা বিবৃতির মাধ্যমে পার পেয়ে যেতে পারে না। তারা সরকারি টাকায় চলে, জনগণের টাকায় বিবি বাচ্ছাদের পড়নের কাপড় জোটে। এটা সব সময় মাথায় রাখতে হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৬

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে' কবিতা বিকৃত করা হয়েছে৷ ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে' না লিখে লেখা হয়েছে ‘আমাদের দেশে সেই ছেলে কবে হবে?' এছাড়া ‘মানুষ হইতে হবে- এই তার পণ' না লিখে ‘মানুষ হতেই হবে- এই তার পণ' লেখা হয়েছে৷ ‘হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান' এই লাইনে ‘খাট' শব্দটির বানান বদলে দিয়ে লেখা হয়েছে ‘খাটো'৷

২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

বর্ষন হোমস বলেছেন: গুরু চণ্ডালী। ভুল ধরে দিলাম। শুধরে নিবেন

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৯

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভুল জমা দেওয়ার জন্য ধন্যবাদ !

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

আহলান বলেছেন: ভুল ধরতেও জ্ঞ্যান লাগে ...ধীরে ধীরে সেটিও লোপ পাবে ... ভুল শুদ্ধ মিলে মিশে সমাজটাও গুরুচন্ডালী হয়ে যাবে ....

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৫০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: 'জ্ঞ্যান' না 'জ্ঞান'- কোনটা হবে ভাই ?

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

আবদুল মমিন বলেছেন: ভাই 'ও' তে ওম সান্তি হওয়ার কথা । সেটা না লিখে (ওড়না ) লিখায় আপনারা সবাই মিল্লা যে ভাবে বেচারার কান ধইরা টান মারা শুরু করছেন তাতে কি আর বেচারার হুশ যায়গা মত আছে ? আর এই কারনেই তো পরবরতিতে আবল তাবল ভার্সন বাহির করা শুরু করছে । দুঃখ কইরেন না ভাই , বিপদে সবর করেন ।

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: প্রথম শ্রেণির বাংলা বইয়ের লেখা ও ছবিতে ‘ছাগল গাছে উঠে আম খাচ্ছে' বোঝাতে চেয়েছেন লেখক৷ বাংলা পাঠ্যবইটির ১১ পাতায় অ-তে অজ (ছাগল) বোঝাতে গিয়ে ছাগলের ছবি জুড়ে দেয়া হয়েছে৷ ছাগলের গাছে উঠে আম খাওয়ার মতো অসম্ভব বিষয় শিখতে হবে শিশুদের! :)

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: শিক্ষা মন্ত্রী কইছে এমন কিছু কর যেন বি এন পি সরকারের কোন ক্রেডিট না থাকে। সেইটা করতে গিয়ে ক্রিয়েটিভ কিছু আবিস্কার করেছে আমাদের লেখক রা... খিল আঁটি, আনি পাটি....বাহ। ক্লাস ওয়ানের বই...

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৮

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: এইডা হাইব্রিড ফলন দাদা......... :) বিমানের পর এবার শিক্ষা ক্ষেত্রেরও নাট-বল্টু খোলা হয়েছে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.