নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

রামপাল নিয়ে লক্ষহীন বাম রাজনীতি কাদের স্বার্থে ?

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

তেল-গ্যাস- কয়লা রক্ষা জাতীয় কমিটির দাবি-বক্তব্যের সঙ্গে আমার কিছু কথা ! রামপাল ইস্যুকে আমি মাতারবাড়ি-গণ্ডামারা-পায়রায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা থেকে আলাদা করে দেখার কারণ এখনো খুঁজে পাইনি। যারা স্লোগানের সুরে শুধু বলেন রামপাল ছাড়া অন্য কোথাও কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আপত্তি নেই তাদের খুব কম লোকই জানেন আগামী ২০ বছরের মহাপরিকল্পনায় রামপাল ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় দুই ডজন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করার কথা, যার প্রতিটি নিয়েই আপত্তি আছে কয়লা রক্ষা জাতীয় কমিটির। তারাই ২০০৯ সালে দেশের অর্থনীতি উচ্ছন্নে যাবে শোর তুলে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রবল বিরোধিতা করেছিলেন অথচ সেই বিদ্যুৎ এখন তাদের শহরের বাড়ি আলোকিত করছে। কয়লা রক্ষা জাতীয় কমিটির সমর্থকের অনেকেই জানেন না জিডিপির প্রবৃদ্ধি কেবল ৭-এর কাছাকাছি ধরে রাখতে হলেও প্রতিবছর কত মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ উৎপাদন করা দরকার। এই মুহূর্তে উৎপাদিত বিদ্যুতের কত শতাংশ কৃষির সেঁচে ব্যয় হয়, কারখানার জন্য বিদ্যুৎ ঘাটতি কত অথবা আগামী ২০ বছরে দেশের মোট চাহিদা কত হবে- তাও জানা নেই। আপনারাই আবার বলেন গার্মেন্টস এ নাকি নুন্যতম পনের হাজার টাকা মজুরী করতে হইবো ! অনেকের কাছেই বিদ্যুৎ মানে শুধু ঘরের ঝিলমিল বাতি, তাই ক্ষোভের প্রকাশ ঘটাতে তারা ব্লগ ফেসবুকে হারিকেনের ছবি ঝুলিয়ে দেন। তারা যখন বিদ্যুৎ না চাওয়ার শহুরে ফানুস ওড়ান সারাদেশের গ্রাম-গঞ্জ তখন ছেয়ে যাচ্ছে বৈদ্যুতিক চার্জের ব্যাটারিচালিত রিকশা-অটোরিক্সায়। প্রতিবছর কেবল ওয়ালটন বিক্রি করছে ১৫ লাখ রেফ্রিজারেটর। সাধারণ শ্রমিকসহ বস্তিবাসী অনেকের ঘরেও এখন টেলিভিশন খুব সাধারণ দৃশ্য। তাই হারিকেন জ্বালানো শুধু ব্লগ ফেসবুকের দুদিনের উৎসব হতে পারে কিন্তু তাতে সারাদেশের ব্যাটারি-রিকশার চালক, কৃষক, শ্রমিকের কিছুই যায় আসে। 'বিদ্যুৎ চাই না' স্লোগান বড়জোর শহুরে মধ্য-উচ্চবিত্তের স্বপ্নের ভুবনেই ঘুরপাক খায়। আর রামপালে সুন্দরবন ধ্বংস, সুন্দরবন ধ্বংসে বাংলাদেশ ধ্বংস- এই 'বিশ্বাসনির্ভর' বাক্যালাপের দিন দ্রুত ফুরিয়ে আসছে। পশ্চিমের জলবায়ুজ্ঞানের টোটকা ছাড়াই অর্ধেকের বেশি পৃথিবীর প্রাণ-প্রকৃতি বহাল তবিয়তে টিকে আছে। সুন্দরবন এবং বাংলাদেশও থাকবে। তাহলে রামপাল নিয়ে লক্ষহীন বাম রাজনীতি কাদের স্বার্থে ? হরতালে আমার সমর্থন নেই তবে এও মনে করি- যে কোনো বিষয়ে যে কোনো মানুষ বা গোষ্ঠীর শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের অধিকার আছে। জাতীয় কমিটির হরতালের অধিকারকেও তাই প্রবলভাবে সমর্থন করি। দাবি করি- সরকার বা অন্য যে কেউ শক্তি দেখিয়ে প্রতিবাদকারীর মুখ চেপে ধরবে না। শুধু একটি বিষয়ে আপত্তি জানাতে চাই, জাতীয় কমিটি বলেছে, এটা 'সৃজনশীলতা'র হরতাল। যদি তাই হয়, তবে কেন আওয়ামী লীগ-বিএনপির মতো তাদের ঘোষণাতেও বলা হয়েছে- পথচারী, সাইকেল-রিকশা-ভ্যান, অ্যাম্বুলেন্স, গণমাধ্যমসহ বিদ্যুৎ-ফায়ার সার্ভিসের গাড়ি, কাঁচাবাজার, ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে!!!! এর মানে কি ভিন্নমত থাকা সাধারণ গাড়িচালকদেরও হরতাল পালনে বাধ্য করা হবে, রাস্তায় গাড়ি নামালে কি বাধা দেয়া হবে, নাকি 'সৃজনশীল' উপায়ে তা ভাঙা হবে??? আপনার শান্তিপূর্ণ কর্মসূচির অধিকারকে আমি সমর্থন করি, আপনি কেন আমাকে বাড়ি থেকে নামার পর রাস্তায় হাঁটতে অথবা অ্যাম্বুলেন্স ভাড়া করে চলতে বাধ্য করানোর সেই পুরোনো 'সৃজনশীলতা' দেখাবেন???!!!
আসলে আপনারা পারেনও বটে; তাইতো ঢাকা বিশ্ববিদ্যালেয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা ঋতুর আপার মতে, "সুন্দরবনের কোনো বিকল্প নেই, কিন্তু বিদ্যুৎকেন্দ্রের বিকল্প আছে :) " আপার কাছে জানতে ইচ্ছে করছে- 1. তিনি বাসায় বিদ্যুৎ ব্যবহার করেন কিনা ? 2. বিদ্যুৎকেন্দ্রের বিকল্প কি আছে ?
পাশাপাশি আনু মুহাম্মদ স্যারের কাছে নিশ্চয়ই 'আলাদ্বীনের চ্যারাগ' আছে; তা না হলে এতো বড় আন্দোলনের অর্থনৈতিক যোগান কোথা থেকে পান :)




(সংগৃহিত তথ্য পর্যালোচনার আলোকে)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

শাওন সাফা বলেছেন: দুঃখ আমার এখানেই ওরা আর আধুনিক হতে পারলনা।তবে শুধু রাজ পথে কিংবা মিডিয়ার সামনে।কিন্তু নিজে ও ঘরে আধুনিক সাজ-সজ্জা।হয়ত কারো স্বার্থ সংরক্ষনের পায়তারা।মুলত এটা তাদের মনের কথা নয়।

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভাই কি দ্যাশের পক্ষে চামচাগিরি কর্তাসেন নাকি ?

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

শেয়াল বলেছেন: (সংগৃহিত তথ্য পর্যালোচনার আলোকে)

ব্যাস :> হইয়া গেলো !:#P

২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: হউক !

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫৯

বিলুনী বলেছেন: চমৎকার সব কথা বলেছেন , ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য !
ভালো থাকবেন অবিরত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.