নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারের মধ্যে পার্থক্য নিরুপন করাটা কি কঠিন ? হয়তো........নয়তো.......! দেখা যাক.........

অসমাপ্ত কাব্য 21

মানুষ তাঁর নিজের প্রয়োজনেই বদলায়

অসমাপ্ত কাব্য 21 › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশ বাংলাদেশ, যেখানে আজ বোঝা মুশকিল কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ভালো আর কে মন্দ !

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২৪

দেশে দলীয় ভক্ত অনুরক্ত বাদ দিলে যেমন নির্দলীয় নিরপেক্ষ একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী কিছু পাগল পাওয়া যাবে তেমনি লোভী, ঘুষখোর-দুর্নীতিবাজ বাদ দিলে কিছু বই-পুস্তক পাওয়া যাবে খুঁজলে............কোনো প্রাণী পাওয়া যাবে না !
আর নীতি বাক্য, হ্বক কথার বয়ান শুনতে এখন কোনো স্কুল-কলেজ, ওয়াজ-মাহফিল কিংবা পীরের দরবারে যাওয়া লাগে না; কেননা পাড়ার চায়ের দোকান থেকে থানা পুলিশ অফিসারের কক্ষ পর্যন্ত সবখানেই এই নীতি বাক্যের হ্বক বয়ান ফ্রী শুনতে পাওয়া যায় !
ভান্ডার শরীফের প্রয়াতঃ এক পীরের (মুঈনুদ্দীন আহাম্মেদ) কাছে জানতে চাওয়া হয়েছিলো- 'হুজুর আপনার মোট ভক্ত সংখ্যা কত ?' হুজুরে বললো- "সাত/আট জনের মতো হব" ! 'কেন হুজুর এতো কম কেন ? আমরা শুনলাম অনেক বেশি; সাত লাখেরও নাকি উপরে' ? হুজুর বললো- "হয়তো সত্য শুনেছেন, তবে এরা সবাই 'আমার' ভক্ত হতে পারে কারণ এরা আমার কাছে আসে দুঃখ-কষ্ট, বিপদাপদের কথা বলতে নয়তো বাড়ি-গাড়ি,ধন-সম্পদ, বা অন্য কিছু চাইতে, এরা ভাবে আমি এসব দেওয়ার মালিক :) আল্লাহকে চাইতে পাইতে আসে না ! কিন্তু আমি যে সংখ্যাটা বলেছি 'ওরা' প্রকৃত ভক্ত অর্থাৎ আল্লাহ ভক্ত; ওরা আল্লাহকে চেয়েছে তাই ওরাই আমার ভক্ত, আমিও ওদের ভক্ত" !
প্রথমতঃ কথাটা বলেছি এ জন্য যে, যে দেশে অতি গরিবদের জন্য সরকারের কৃপায় দশ টাকা কেজির চাল নেতা প্রজাতির কিছু লোক গরিবদের ঠকিয়ে নিজেদের বিলাসী উদর পূর্তি করে, যে দেশে বেশি টাকা মানে নাস্তা-পানির টাকা না দিলে পরিবহনের সিট্ পাওয়া যায় না, যে দেশে ভুয়া লোককে লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময় জাতির সূর্য্য সন্তান অর্থাৎ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়, যে দেশে এক পোটলা গাঁজা কিংবা দু-চার পিছ বাবা/চাচা কিনতে যাইয়া পূর্বেই ফাঁদ পেতে রাখা পুলিশের হাতে ধরা খেয়ে তরুণ ছেলেটি মামলার জালে সর্বশান্ত হয় অথচ সেই পুলিশকে নিয়মিত মাশোয়ারা (চাঁদা) দিয়ে মাদক ব্যবসায়ী দিব্যি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে সমাজে, যে দেশে তুলনামূলক বেশি টাকা না দিলে সুইপার-ঝাড়ুদার ময়লার ঝুড়ি ফেলে রেখে যায়, দারোয়ানকে চা-সিগারেট না খাওয়ালে সাতদিন না ঘুরে বসের সাথে দেখা করা যায় না, যে দেশে জরুরি চিকিৎসার জন্য টাকা দিয়ে প্রথমদিকে সিরিয়াল লেখাতে হয়; অথচ সেই টাকার বিনিময়ই আবার ত্রিশ জনের পরের লোকটি সিরিয়ালের প্রথমদিকেই ডাঃ সাহেবের সাক্ষাৎ লাভ করেন, আবার ডাঃ সাহেবও আগে রোগীর পকেটের অবস্থা নিরীক্ষণ পূর্বক ততঃমাফিক সেবা প্রদান করেন !
ঠাকুর-গোসাই, হুজুর-মাওলানারাও কম যান কিসে ? অবস্থাগুন বুঝেই তারপর দোয়ার ফিরিস্তি তুলে ধরেন !!!
এভাবেই আমাদের দেশ বাংলাদেশ, যেখানে আজ বোঝা মুশকিল কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কে ভালো আর কে মন্দ !
যা হোক কথার মূল আলোচনার দিক ছিল নিরপেক্ষ এবং দুর্নীতি নিয়ে ! প্রথমতঃ গত কিছুদিন যাবৎ দল নিরপেক্ষ লোক দিয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দল গুলো অনেক দৌড়-ঝাঁপ ক্লান্তির মধ্যে সময় কাটাচ্ছে; এদিক দিয়ে অবশ্য ক্ষমতাসীন দলের একটু রিলাক্সে থাকার কথা বিরোধী দলগুলোর চেয়ে ! সে যাই হোক অতীত ইতিহাসের আলোকে বলা যায় ফলাফল ঘোড়ার ডিম্ঽই হবে শেষ পর্যন্ত !
পাশাপাশি গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বিশ্ব দুর্নীতির জরিপের ফল প্রকাশ করেছে যেখানে ১৭২ টি দেশের সঙ্গে পরীক্ষা দিয়া বাংলাদেশ ২৬ নম্বর পেয়ে আগের নিন্মক্রমে ১৩তম স্থান থেকে ১৫তম স্থান দখল করেছে ! তবে এক কালে যে চ্যাম্পিয়ন হইতো এখন সেইটা হয় না :)
এ জন্যই নিজেকে প্রশ্ন করি মাঝে মাঝে- 'বাংলাদেশ কি সত্যিই 90% মুসলমানের দেশ ? ইসলাম ধর্মে তো সুদ-ঘুষ, মদ-জুয়া (খারাপ/বাজে নেশা) হারাম ! আগেই বলেছি 'নীতিবাক্যের' কথা, এগুলা তো বুদ্ধি প্রতিবন্ধী পাগল ছাড়া সবাই জানে তাহলে সেই মুসলিম দেশের চিত্র এ রকম কেন ? এদেশে কি শিক্ষক, শিক্ষাগুরু, শিক্ষা প্রতিষ্ঠান কম আছে? নাকি জ্ঞানী- বিবেকবান কম ?
অথচ অমুসলিম দেশ ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন দুর্নীতির 'দূর' বাদ করে 'নীতি'তে সবার উপরে থাকবে কেন ?? এ জন্য ভান্ডার শরীফের হুজুর ভক্তের সংখ্যা সাত-আট জন বলেছিলেন !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৬

পলাশমিঞা বলেছেন: ভাইজান, খালি নামে মুসলমান হওয়া যায় না। কামও করতে হয়। হাসরের মাঠে আমরা দেখব কে মুসলমান আর কে অমুসলমান।

৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ভাই হাশরের মাঠ কোথায় যেন ?:)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

পলাশমিঞা বলেছেন: আছে ভাইজান, চিন্তার কারণ নেই বেশি দূর। হয়তো ৭০/৮০ বছর।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৫৭

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ওঁওঁওঁওঁওঁওঁ...........একটা চিন্তা দিয়া বাঁচাইলেন ভাই !
আমি তো ভাবছিলাম এখনই হাশরের মাঠে দাঁড়াইয়া আছি....... !

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.