নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ মুস্তফা মুশাররফ

মুহাম্মদ মুস্তফা মুশাররফ › বিস্তারিত পোস্টঃ

একটি অদ্ভুত স্বপ্ন

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

বাংলাদেশ এক আজব মানুষের শহর। সব ধরনের মানুষের সমন্বয়ে তৈরি আমাদের প্রিয় জন্মভূমি। প্রিয়? আসলেই কি প্রিয়? আমরা কি আমাদের দেশের প্রতি বিরক্ত নই? কথায় কথায় বলি এ দেশের কিছুই হবে না। এদেশে মানুষ থাকে? এদেশে থাকা সম্ভব না। চলে যাব বিদেশে। এসব কথা বলার কারণও অনেক। প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি, নিরাপত্তার অভাব, মূল্যবোধের অভাব আরও কত কি। দেশছেড়ে চলে যাবার আরেকটা অন্যতম কারণ আমাদের দেশের বুদ্ধিজীবী। প্রতিদিন টকশোতে দেখা যায় তারা দেশের বিভিন্ন সমস্যা খুঁজে বের করছেন। দেশের অবস্থা কত ভয়াবহ, এ শহর বসবাসের কত অযোগ্য ইত্যাদি ইত্যাদি। এবং দুর্ভাগ্যজনক ভাবে সত্য তাদের বলা কথা পুরোপুরি সত্য। কিন্তু এসব সমস্যা সমাধান নিয়ে বুদ্ধিজীবীরা চুপ। আমরা হতাশ হই ঠিক এখানেই। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই। আশার কথা বলার কেউ নেই। সম্ভাবনাময় ভবিষ্যতের গল্প বলার কেউ নেই। কোন দেশ কখনোই perfect হয় না। দেশকে perfect বানাতে হয়। আমাদের দেশটাও হবে একদিন। আমরা করবো, সবাই মিলে। যেখানে সবার মানসিকতা হবে সুন্দর। অনেক শ্রেনীর মানুষ থাকবে। কিন্তু তাদের মধ্যে থাকবে না সেই উঁচু নিচুর মানসিকতা। মানুষের প্রতি থাকবে মানুষের ভালবাসা। স্বপ্ন কি খুব বেশি দেখে ফেলছি? দেখতেই পারি। দেশটা তো আমাদেরই। ভবিষ্যতটা তো আমাদের হাতেই। হবে, একদিন হবে। শুধু সময়ের অপেক্ষা। যেন একদিন মন থেকেই বলতে পারি,
"সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। "

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

গেম চেঞ্জার বলেছেন: কোন দেশ কখনোই perfect হয় না। দেশকে perfect বানাতে হয়। আমাদের দেশটাও হবে একদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.