নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ মুস্তফা মুশাররফ

মুহাম্মদ মুস্তফা মুশাররফ › বিস্তারিত পোস্টঃ

Time Travel : A paradox

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

Time travel বলতে সোজা বাংলায় যা বোঝানো হয় তা হচ্ছে এক সময় থেকে অন্য সময়ে চলে যাওয়া। যেমন এই মূহুর্ত থেকে ১০ বছর অতীতে বা ১০ বছর সামনে চলে যাওয়া। Time travel কথাটা এখন পর্যন্ত উপন্যাস আর গল্পেই সীমাবদ্ধ। তবে এটি নিয়ে অনেক বৈজ্ঞানিক তত্ত্বও রয়েছে। Time travel এর কথা বৈজ্ঞানিকভাবে সমর্থন করে আইনস্টাইন-রোসেনবার্গ থিওরি। Time travel এর কথা কিন্তু আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতার সূত্রকেও সমর্থন করে। প্রসংগ কাঠামোর সাহায্যে সময়ের আপেক্ষিকতা তাত্ত্বিকভাবে প্রমাণিত। Time travel নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। মহাভারতে বলা হয়, রাজা রায়ভাটা কাকুদমি স্বর্গে যান ব্রক্ষার সাথে দেখা করতে। তিনি যখন মর্ত্যে ফেরত আসেন তখন দেখেন সেখানে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। জাপানীজ রুপকথায় উরাশিমা টারো নামের এক জেলের Time travel এর কথা বলা আছে। এই জেলে সমুদ্রের গভীরে একটি প্রাসাদে তিনদিন অতিবাহিত করার পর ফেরত এসে দেখেন পৃথিবীতে ৩০০ বছর অতিক্রান্ত হয়ে গেছে। উপরের দুটি গল্পই আইন্সটাইনের বিখ্যাত সময়ের আপেক্ষিকতা দিয়ে প্রমাণ করা যায়। এখানে যেমন ভবিষ্যতে যাবার গল্প প্রচলিত আছে তেমনি অতীতে ফেরত আসার গল্পও আছে। এখন আসি টাইম মেশিনের কথায়। ১৮৮১ সালে এডওয়ার্ড পেজ মিশেল সর্বপ্রথম টাইম মেশিন (!) আবিষ্কার করেন। তার মেশিনটির নাম দেয়া হয় “the clock that went backward”. মেশিনটির পদ্ধতি সম্পর্কে ভদ্রলোক কোন ব্যাখ্যা দিতে না পারলেও এতে দেখা যায় একটি ঘড়ি উল্টাভাবে পেছনের দিকে যাচ্ছে। অর্থ্যাৎ সময় অতীতের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান সময়ে বিজ্ঞানের অন্যতম একটি রহস্য হচ্ছে মাল্টিভার্স(multiverse) এবং প্যারালাল আর্থ(parallel earth). এই তত্ত্বের ব্যাখ্যা হিসেবে দেখা যায়, আমাদের যেকোন কাজের সম্ভাব্য সকল সিদ্ধান্ত আমাদের নিজেদের জন্য তৈরি করে ভিন্ন একটি টাইমলাইন। এই টাইমলাইন আসলেই পরিচালিত হয় আমাদের parallel earth গুলোতে। তাদের পৃথিবীর ডাইমেনশন (Dimension) আর আমাদের পৃথিবীর ডাইমেনশন(Dimension) ভিন্ন হবার কারণে তাদের কোন কাজ আমাদের পৃথিবীতে কোনরুপ প্রভাব ফেলে না। যখন অদূর ভবিষ্যতে আমাদের পক্ষে কোন পোর্টাল (Portal) বা Wormhole তৈরি করা সম্ভব হবে তখন হয়ত আমরা এক পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যেতে পারব। ঠিক এভাবেই যদি আমাদের পক্ষে সম্ভব হয় কোন wormhole তৈরি করা তবে Time travel আর কোন উপন্যাসের পাতায় সীমাবদ্ধ থাকবে না। Time travel ব্যাপারটা যতটা সহজ মনে হয় ঠিক ততটাই কঠিন প্যারাডক্সের বিষয় এটি। The Grandfather Paradox এর মধ্যে অন্যতম। এই প্যারাডক্সটি হচ্ছে, কেউ যদি অতীতে গিয়ে তার পিতার জন্মের পূর্বেই তার দাদাকে হত্যা করে তবে তার নিজের অস্তিত্ব নিয়েই নিজেকে শংকায় পড়তে হয়। দর্শন এর দিক দিয়ে Time Travel নিয়ে গবেষণা শুরু হয় প্রাচীন গ্রীস থেকে। কাগজে কলমে Time travel এর অনেক তত্ত্ব পাওয়া গেলেও বাস্তবে এর কোন প্রমান পাওয়া এখনো যায় নি। লেখাটি শেষ করছি বিখ্যাত দার্শনিক Parmenides এরএকটি বিখ্যাত উক্তি দিয়ে “সময় হচ্ছে এক ধরণের বিভ্রান্তি।”

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

নতুন বলেছেন: টাইম ট্রাভেল সম্ভবনা।

সম্ভব হলে ভবিশ্যতের থেকে কেউ না কেউ আমাদের সাথে যোগাযোগ করতো।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

মুহাম্মদ মুস্তফা মুশাররফ বলেছেন: হয়তো অতীতে যাওয়া না গেলেও ভবিষ্যতে যাওয়া যাবে। হয়তো!!!

২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: টাইম ট্রাভেল সম্ভব হলে, মোশতাককে আমি হত্যা করে আসতাম!

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: Time travel নিয়ে বেশ কিছু সিনেমা দেখেছি। দারুন... :)


আরণ্যক রাখাল বলেছেন: টাইম ট্রাভেল সম্ভব হলে, মোশতাককে আমি হত্যা করে আসতাম!
.. আমি পলাশীর যুদ্ধ করতাম। ;)

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: পিছনে যেতে পারলে বঙ্গবন্ধুকে মরতে দিতাম না।

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

টারজান০০০০৭ বলেছেন: টাইম ট্রাভেল সম্ভব হইলে লর্ড ক্লাইভের বাপরে ওই বিশেষ রাইতে কন্ডোম দিয়া আসিতাম !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.