নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করিম বক্স আদি যুগের মানুষ তাই টাকা পয়সার হিসাব রাখে পুরাতন মূদ্রায়। কড়ি দিয়ে কেনা বাক্স ভর্তি করে রেখেছে টাকা আনা পাই দিয়ে। বন্ধুকে কিছু টাকা ধার দিয়ে এক্ষন ষোল আনা উশুল করতে ব্যস্ত হয়ে পড়েছে। বৃদ্ধ বয়সে তার ফুটো পয়সার( পাইস) এর দাম না থাকলেও নাতির কোমরে এক পাইস ঝুলিয়ে রেখেছে। দুই পয়সার খোঁজে ক্লান্ত বন্ধু এক পলকে দৃষ্টির বাইরে গিয়ে কিছুক্ষণ হোটেলে গিয়ে এক নিমিষে সামান্য নাস্তা করে এক দন্ড সময় ধরে করিম বক্সের সামনে দাড়িয়ে সমস্যা বুঝানোর চেষ্টা করছে। কিন্তু নাছোড় বান্দা করিম বক্স এক মূহুর্ত পার করে সিদ্ধান্ত জানালো যে অস্ট্র প্রহরের মধ্যে তার পাওনা টাকার পাই পাই করে হিসাব দিতে হবে। কড়ায় গন্ডায় হিসাব চাইলেও যার এক তিল জায়গা নাই এক রতি স্বর্ণ নাই সে কি পারবে এক পাই সংগ্রহ করে করিম সাহেবের পাওনা শোধ করতে।
বাংলাদেশী মূদ্রার ক্ষুদ্র একক
১ পাই= ০.৫২ পয়সা
৩ পাই = ১ পাইস
৪ পাইস = ১ আনা
১৬ আনা= ১ টাকা
১ টাকা = ১৯২ পাই
১ টাকা= ১০০ পয়সা
১ পয়সা = ১.৯২ পাই
বস্তুর ভর/ওজন পরিমাপের ক্ষুদ্রতম একক
১ রতি= ১ কুঁচ বীজ এর সমপরিমান ভর =০.১২১৪ গ্রাম
৬ রতি= ১ আনা
১৬ আনা= ১ ভরি
১ ভরি= ১ তোলা= ১১.৬৬ গ্রাম = ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তিত রূপার তৈরি ১ রূপির মূদ্রার ভর
৮০ তোলা= ১ সের
৪০ সের = ১ মন
সময়ের বিভিন্ন আদি একক
১ পলক = ২৪ সেকেন্ড
১ ক্ষণ = ৪ মিনিট
১ নিমেষ = ১৬ মিনিট (৪ ক্ষণ)
১ দন্ড সময় মানে = ২৪ মিনিট (৬ ক্ষণ)
১ মুহুর্ত সময় কত ক্ষণ = ৪৮ মিনিট (২ দন্ড)
১ প্রহর সময় মানে = ৩ ঘণ্টা সময়
১ দিন = ৮ প্রহর
১ প্রজন্ম = ২৫ বছর
১ শতাব্দী = ১০০ বছরে হয়।
১ আনা = ২০ গন্ডা = ১৭২৮০ বর্গফুট = ১ কানি
১ গন্ডা = ৪ কড়া = ৮৬৪ বর্গফুট
১ কড়া = ৩ ক্রান্তি = ২১৬ বর্গফুট
১ ক্রান্তি = ২০ তিল = ৭২ বর্গফুট
১ তিল = ৩.৬ বর্গফুট
• ১ ছটাক = ২০ গন্ডা = ২০ বর্গহাত
• ১ ছটাক = ৪৫ বর্গফুট = ২০ বর্গহাত
• ১ কাঠা = ১৬ ছটাক = ৩২০ বর্গহাত
• ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৩২০ বর্গহাত
• ১ বিঘা = ২০ কাঠা = (৮০ হাত×৮০ হাত) ৬৪০০ বর্গহাত
• ১ বিঘা = ২০ কাঠা = ১৪৪০০ বর্গফুট = ৩৩ শতাংশ
দুই পয়সার খোঁজে! Click This Link
এক পাই সিক্কা Click This Link
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮
রবিন.হুড বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। আদিকালের তথ্য নিজের জানতে ভালো লাগে এবং ব্লগে প্রকাশ করি সবাইকে জানার সুযোগ করে দিতে।
২| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৭
আনু মোল্লাহ বলেছেন: তথ্যপূর্ণ চমৎকার লেখা। ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন।
২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
রবিন.হুড বলেছেন: চেষ্টা করছি জানতে ও জানাতে। ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের ফেরে ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া পদ্ধতির দারুন সংগ্রহ..
২৬ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪
রবিন.হুড বলেছেন: তেমন কিছু সংগ্রহ করতে পারি নাই। তবে চেষ্টা করে যাচ্ছি দুই পয়সা সংগ্রহ করার জন্য।
৪| ২৭ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
জটিল ভাই বলেছেন:
পাই টু পাই হিসাব বুঝে নিতে হবে!
২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
রবিন.হুড বলেছেন: আমাকে ১ পাই দিয়ে জটিল হিসাব সহজ করে দিন ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০
আজব লিংকন বলেছেন:
৮০ তোলায় সের হইলে ৪০ সেরে মন। মনে মনে এক না হইলে মিলবে না ওজন।
সুন্দর লেখা পড়ে ভাল লাগলো।।