নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

আদর্শ শিক্ষক বা শিক্ষা গুরুর মর্যাদা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯

ছোট বেলা থেকেই শুনে এসেছি মা-বাবার পরেই শিক্ষকের অবস্থান। মা-বাবা ও পরিবার থেকে পারিবারিক শিক্ষা গ্রহণ করি এবং আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করি শিক্ষকের নিকট থেকে।

শিক্ষকের মর্যাদা সবার উপরে। সমাজের সবাই শিক্ষকের পরামর্শ মেনে চলে। সবাই স্যার বলে সম্বোধন করে। অথচ জ্ঞান বিজ্ঞানের স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত যুক্ত রাজ্যের রাণী যাকে নাইট উপাধী প্রদান করে শিক্ষিত মহল তাকেই স্যার বলে থাকেন। কাজী কাদের নেওয়াজের “ শিক্ষা গুরুর মর্যাদা” কবিতা বা একজন আদর্শ শিক্ষক প্রবন্ধ পড়তে গিয়ে শিক্ষকের মর্যাদা সম্পর্কে ছোট্ট বেলা থেকেই শিক্ষকদের ভক্তি করে আসছি।শিক্ষকগণও তাঁদের কাজের মাধ্যমে গুরুর আসন দখল করে আছেন। তবে বর্তমানে শিক্ষকগণ তাদের মর্যাদাকে অর্থের মাপকাঠি দিয়ে মাপতে গিয়ে অল্প কিছু স্বার্থের বিনিময়ে স্বল্প মূল্যে বিকিয়ে দিচ্ছেন হাজার কোটি মূল্যের মর্যাদা।

মানুষের চূড়ান্ত লক্ষ্য থাকে মান-সম্মান-মর্যাদা অর্জন করা। তাইতো এখন ব্যবসায়ী/আমলা/কামলা সবাই হাজার কোটি টাকার বিনিময়ে মর্যাদা পেতে মরিয়া। অন্য দিকে শিক্ষাগুরুরা জীবনের শুরু থেকেই অফুরন্ত মর্যাদা ভোগ করে থাকে। একটা কথা আছে সাধা মালে আধা দাম বা যা সহজে পাওয়া যায় তার মূল্যায়ন কম। এই বিবেচনা না কি ভুল করে শিক্ষকগণ তাদের মর্যাদার কথা বিবেচনা না করে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরে মর্যাদা পায়ে দলে সামান্য অর্থের কাছে নিজেকে বিকিয়ে দিচ্ছে। এখন চোঁখ বন্ধ করে কোন আদর্শ শিক্ষক খুঁজলে কাউকে খুঁজে পাই না। জোড়া তালি দিয়ে একজনকে আদর্শ শিক্ষকের আসনে বসালেও তাকে কিছু দিন আগে পুলিশে ধরে নিয়েছে রাষ্ট্রীয় দায়িত্ব ব্যবহার করে অর্থ তসরুফ বা দূর্ণীতির দোষে দুষ্ট হওয়ার কারনে।

শিক্ষক হচ্ছে জাতি গঠনের মহান কারিগর। তাঁদের মাধ্যমে প্রকৃত শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হয়ে জাতি গঠন করবে শিক্ষার্থীরা। আমি প্রতিনিয়ত মানুষ হওয়ার জন্য চেষ্ট করে যাচ্ছি, তবে এর পিছনে কোন শিক্ষকের কি ভূমিকা তা বিশ্লেষণ বড়ই কঠিন। তাই শুধু যে সকল শিক্ষকের অধীনে ক্লাশ করেছি বা শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করেছি তাদের নাম উল্লেখ করছি।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকঃ
জনাব আব্দুর রউফ
জনাব মতিউর রহমান
জনাব আশরাফ আলী ফকির
জনাব কাজী স্যার
জনাবা কহিনুর খানম

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকঃ
জনাব আব্দুর রউফ
জনাব হারুন অর রশিদ
জনাব কাঞ্চন আলী মিয়া
জনাব মোক্তার হোসেন
জনাব হাজারী স্যার
জনাব ইয়াদ আলী স্যার
জনাব আফজাল স্যার
কোহিনুর ম্যাডম
মিল্লাত স্যার

কলেজ এর শিক্ষকগণঃ


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

কামাল১৮ বলেছেন: মানুষের প্রধান উদ্দশ্য বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ।আর সেই জন্য অর্থের প্রয়োজন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১২

আরোগ্য বলেছেন: এখন চোখ বন্ধ করে কোন আদর্শ শিক্ষক খুঁজলে কাউকে খুঁজে পাইনা। কঠিন বাস্তব সত্য এটা। আমাদের ছোটবেলার শিক্ষকদের কথা মনে পড়লে এখনো শ্রদ্ধাবোধ জাগে। আপনার স্কুলের শিক্ষকদের স্মরণ করা দেখে ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.