নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Musafir

মুসাফির রকস

সহজ এবং সরল কথায় চলােফরা করেত ভালবািস। িচন্তার রােজ্য িবচরন করা আমার স্বভাবজাত ৈবিিশষ্ট্য

মুসাফির রকস › বিস্তারিত পোস্টঃ

ড. জাফর ইকবাল পিস কমটির সভাপতির নাতী !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

লেখক ড. জাফর ইকবাল কি রাজাকারের নাতী ছিলেন।

এমন তথ্য তার লিখিত বইয়ে আছে।

শাহবাগ আন্দোলনের অন্যতম আরেক নেতা ও লেখক ড. জাফর ইকবাল তার ভাই হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা ‘আপনাকে আমি খুঁজে বেড়াই’ বইতে লিখেছেন, আমার নানা দীর্ঘদিন মুসলিম লীগ করেছেন। তাই ১৯৭১ সালে তিনি শান্তি কমিটির সভাপতি নির্বাচিত হন।

কিন্তু পরে মুক্তিযোদ্ধারা তাকে হত্যা করে। আমি এটা ভেবে কষ্ট পাই। তার মতো একজন অসাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।’ এ হচ্ছে জাফর ইকবালের লেখা।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-১

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

রং-নাম্বার বলেছেন: তথ্যসূত্র দিন। কোন বইয়ে কোথায় লিখেছেন উনি!!!!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

মুসাফির রকস বলেছেন: লেখক ড. জাফর ইকবাল তার ভাই হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা ‘আপনাকে আমি খুঁজে বেড়াই’ বইতে লিখেছেন

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

িনদাল বলেছেন: apnake ami khuje berai name md zafor iqbal er kono boi nai

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

মুসাফির রকস বলেছেন: হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

িনদাল বলেছেন: vai ki bangla bojhen na ? Bollam ai name zafor iqbal er kono boi nai, apni reply dilen humayun ahmed ke niye lekha. Ajib

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

ুুপাংশুল বলেছেন: কত বই পড়লাম,এই নামে উনার কোন বই আছে এটা আজই শুনলাম!!!পিডিএফ দিতে পারবেন বইটির?

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

মুসাফির রকস বলেছেন: বই না লিখলে কিভাবে মানুষ জানল। খোজঁ নেন পেয়ে যাবেন।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

িনদাল বলেছেন: apni to boita porsen, ak kam koren, boitar cover er akta chobi den

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

মুসাফির রকস বলেছেন: বইয়ের ছবিও দিতে পারব। ওয়েট করতে হবে।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

ভোলার ডাইরী বলেছেন: জাফর ইকবাল শাহবাগের ফ্রি খাবারের গন্দ্ধ পেয়েছিলেন,
সাথে যদি সরকার থেকে দু'পয়সা দক্ষিনা পাওয়া যায়, মন্দ কি?

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: জাফর ইকবালের নানা রাজাকার তাই জাফর ইকবাল রাজাকার, লেখকের পূর্বপুরুষ নিম্নবর্ণের হিন্দু তাই লেখকও নিম্নবর্ণের হিন্দু।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

যোগী বলেছেন: এতে জাফর বা হুমায়ুনের দোষ কোথায়, না কি তারা বলছে তাদের নানাকে বাদ দিয়ে বাকি সব রাজাকারের বিচার করতে হবে।

১৭ এ এরকমও দেখা গেছে বাপ রাজাকার ছেলে মুক্তিযোদ্ধা।

সেই সময় অনেক সরকারি কর্মকর্তা দিনে পাকিদের সাথে অফিসে কাজ করত রাতে মুক্তিযোদ্ধাদের সাহায্য করত।

আর যুদ্ধাপরাধের দায়ে বিচার হচ্ছে ৭১এ যারা সাধারন মানুষকে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটে জড়িত ছিল তাদের।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫

হানিফঢাকা বলেছেন: ‘আপনাকে আমি খুঁজে বেড়াই’ -এই বইটার লেখক হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল না।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

ফারহুম বলেছেন: জাফর ইকবালের নানা রাজাকার থাকলেই তার বাবা শহীদ হয়েছিলেন, সেইটাও মনে হয় উল্লেখিত বইতে লেখা আছে

:-B :-B ''আপনাকে আমি খুজে বেড়াই'' জাফর ইকবালের হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা কুনকালের বই জানতে মুঞ্চায় মুসাফির ভাই B-))

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

খোলােমলা বলেছেন: বইটা হুমায়ূন আহমেদের লেখা। একটা যুদ্ধে কে কোন পরিস্থিতিতে রাজাকার হয় তা বলা যায় না। মানুষের ভেতরেই পশু রয়েছে, যে কোন পরিস্থিতিতে সেই পশু বের হয়ে আসতে পারে। অথবা ভয় থেকেও কেউ কেউ নিজের জীবন রক্ষায় নিজ দেশের বিপক্ষে যায়। আমারতো ভয় হয় এই মুহুর্তে কোন দেশের সাথে অামাদের যৃদ্ধ লাগলে কে কে রাজাকার হবে সেটা আল্লাহ মালুম। রাজাকারের ফাসী নিয়ে যারা দাবী জানাচ্ছে তাদের ৫০ শতাংশই রাজাকার হয়ে যায় কিনা সেই ভয়। যুগে যুগে যতো যুদ্ধ হয়েছে রাজাকার বা মীরজাফরের মতো চরিত্রগুলা নিজেদের পথ বেছে নিয়েছে। তাই বলে জাফর ইকবালের দাদা বা নানা রাজাকার হবার মানে এই না যে জাফর ইকবালকে তার দায়ভার নিতে হবে।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

রাফা বলেছেন: তো........।বাপ রাজাকার ছেলে মুক্তিযোদ্ধা এরকম হাজার হাজার আছে।কথা হোচ্ছে রাজাকারদের ছানা-পোনাদের মত সাফাই গাইছে কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.