![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ এবং সরল কথায় চলােফরা করেত ভালবািস। িচন্তার রােজ্য িবচরন করা আমার স্বভাবজাত ৈবিিশষ্ট্য
শোক বইয়ে ভুল না অবহেলা !
সদ্য প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বঙ্গভবনে যান শ্রদ্ধা জানাতে। শোক বইয়ের সামনে রাখা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবির দিকে তাকিয়ে ছিলেন কিছুক্ষণ। এ সময় তিনি খেয়াল করেন রেওয়াজ মোতাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছবিতে কোন কালো ব্যাজ নেই।
বিরোধী দলীয় নেত্রী বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। তৎক্ষণাত রাষ্ট্রপতির সামরিক সচিবকে ডেকে একটি কালোব্যাজ লাগিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন। পরে বঙ্গভবনে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে প্রয়াত রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে রাষ্ট্রপতির সন্তানদের ডেকে সমদেনা জানান ও তাদেও খোঁজ খবর নেন বিরোধীদলীয় নেত্রী। এ সমসয় তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি অসুস্থ হওয়ার পর থেকে খালেদা জিয়া ব্যাক্তিগতভাবে রাষ্ট্রপতির অসুস্থতার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন। কিন্তু রাষ্ট্রপতির শারীরক অবস্থার কথা সরকারীভাবে দেশ ও জাতিকে এবং সাংবিধানিক পদে থাকা দায়িত্বশীলদের কাউকে না জানানোর জন্য সরকারের প্রতি ক্ষোভও প্রকাশ করেন তিনি। সর্বশেষ শোকবইতে কালোব্যাজ না থাকাটা তাকে ব্যাথিত করে বলে জানান তার সঙ্গে থাকা বিএনপির কেন্দ্রীয় এক নেতা। এটা সরকারের পক্ষ থেকে উদাসীনতা নাকি অবহেলা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।
উল্লেখ্য রাষ্ট্রপতির প্রতি শোকর্বাতায় খালেদা জিয়া উল্লেখ করেছিলেন, দায়িত্বরত অবস্থায় রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া, রাষ্ট্রপতির চিকিৎসার তদারকির জন্য বিদেশে কোনো দায়িত্বশীল মন্ত্রীকে না পাঠানো, তাঁর অবস্থা সম্পর্কে নিয়মিত বুলেটিন প্রচারের মাধ্যমে জাতিকে অবহিত না করা এবং বিরোধীদলীয় নেত্রী হিসাবে সাংবিধানিক পদে থাকা সত্বেও সরকারের তরফ থেকে রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ আমাকে না জানানোর ঘটনায় আমি যুগপৎভাবে দুঃখিত ও মর্মাহত।
View this link
২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯
রেদওয়ান খান বলেছেন: হায়রে আবালের দল!
৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: খালেদা কি শোকার্ত?????
নাকি,
প্রোটোকলের ভুল ধরতে রাস্তায় নেমেছেন??
আমরা কি একটা হরতাল আশা করতে পারি:
কারণ,
১। খালেদাকে কেউ খবর দেয় নাই
২। নিয়মিত বুলেটিন প্রচার করে নাই
৩। কোন মন্ত্রীকে সিঙ্গাপুর পাঠানো হয় নাই
..............
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: আসলে মৃত্যু কবে কিভাবে আসে সেটা অনেকেরই বোধগম্য ছিলনা ।
আমরা রাস্টপতির শোক মহড়া নিয়ে ব্যস্ত , কি কি প্রয়োজন পড়ে সেটাও বোধগম্য থাকেনা ।
আল্লাহ আমাদের সুমতি দিন
আর রাসটপতি জিল্লুর রহমান এর আত্মার শান্তি কামনা করি