![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা ভালবাসি। তিল পরিমাণ সৃষ্টি যদি দিলকে স্বস্তি দেয় আমার মতে তাই কবিতা। সম্পাদনা করি আলফি সাহিত্য নামে মাসিক সাহিত্য সাময়িকীর।
ঘুমের কাছে গুম হয়ে গিয়েছি__
অঘটন গুলোকে মেনে নিতে নিতে
হয়ে গিয়াছে ঘটনা!
শূন্য হয়ে গিয়াছে সুখের বিন্দু'--
প্রাপ্তি এক মাতার আর্তনাদ!
সব আদমেই আদমের ভারী হাহাকার!
কাপড়ের কাছে গামছার মূল্য নাই কিন্তু
ওড়নাও তো কাপড়!
শিশুর কাছে সকলের মূল্য সমান কিন্তু
ঘাতকের কাছে শিশু কি?
চলছি নিজে, চাবুকের বুকে আমার হাত
অথচ সেই চাবুক অন্যের হাতিয়ার__
কষ্ট আমার না!
বিষাদের
পৃথিবীর বুকে একটু লোনাজল হবে?
চোখ ফেঁটে যাচ্ছে___
একটু কাঁদতে চাই!
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
মুসাফির নামা বলেছেন: অাগুন জ্বালাবেন না,কবি