![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বীজ থেকেই একটি বৃক্ষের জন্ম হয় আর সে বীজটি নিষিক্ত হয় স্বজাতির রেনুর দ্বারাই (ব্যতিক্রম ছাড়া)। বীজ অঙ্কুরিত হয়ে চারা, তারপর ছোট গাছ, ধীরে ধীরে সেটা পূর্ণ বৃক্ষে রূপ নেয়। বৃক্ষের উপরের দিকের ডালপালা স্বাধারনত বড় ও বিস্তৃত হয়, সেগুলো আলো-বাতাস পর্যাপ্ত পেয়ে থাকে। নিচের ডালগুলো উপরের ডালপালার ছায়ায় আলো-বাতাসের অভাবে দুর্বল ও ছোট থাকার কারনে তারা উপরের গুলোকে ছুতে বা স্পর্শ করতে পারে না। তাই বলে কি তারা (উপরের ডালপালা) একই বৃক্ষের অংশ নয়? একই বীজের জন্ম নয়? তাদের বংশগতির বৈশিষ্ট নির্ধারক ক্রোমোসোম বা DNA কি একই রকম নয়? যদি তাই হয়, তাহলে তাদের কাছ থেকে আপনি ভিন্ন আচরণ বা চারিত্রিক বৈশিষ্ট আশা করেন কিভাবে?
©somewhere in net ltd.