![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথে ঘাটে বিভিন্ন পরিবহনে চলাচলের সময় একটি ব্যাপার সবাই হয়ত লক্ষ্য করেছেন- টিকিট মাস্টার টিকিট কাটছেন এবং ভাড়া তুলছেন। হঠাৎ তার পরিচিত কোন প্রভাবশালী ব্যক্তি কিংবা ধনাঢ্য প্রতিবেশী অথবা অন্য কোন পরিবহনের মালিককে যদি সে যাত্রীদের মাঝে পেয়ে যায়, তাহলে তাঁর কাছ থেকে সে কিছুতেই ভাড়া নিবে না। ঐ ভদ্রলোক জোর করে দিতে চাইলেও সে নিবে না।
কিন্তু ঐ একই অবস্থানে যদি অতি দরিদ্র কোন যাত্রী অথবা ঐ পরিবহন মালিকের কোন অভাবি প্রতিবেশীকে পাওয়া যায় তাহলে? তার কাছ থেকে পুরো ভাড়াই আদায় করা হয়। দিতে অসমর্থ হলে বা কিছু কম দিতে চাইলে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এমনকি তাকে ফের ঐ পরিবহনে চড়তেও নিষেধ করে দেওয়া হয়। এটা কেমন নিয়ম? যার আছে, দিতে কোন অসুবিধা নেই, তার কাছ থেকে না নেওয়া আর অসহায়-অসমর্থ ব্যক্তির কাছ থেকে জোর করে আদায় করাটা কোন সভ্যতার নিদর্শন? কোন সামাজিক রীতির মধ্যে পড়ে এটা? আজ পর্যন্ত সমাজের এ গুরুতর বিষয়টি নিয়ে কোন বুদ্ধিজীবির এক কলম লেখা পড়েছেন? নিশ্চয়ই না। অথছ দেশে বুদ্ধিজীবিদের বুদ্ধির চাপে সাধারণ মানুষর জ্ঞানই লোপ পেতে বসেছে!
©somewhere in net ltd.