নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাদ কমল

নিশাদ কমল। বতর্মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারি হিসেবে কর্মরত। ব্যক্তিগতভাবে বাক-স্বাধীনতায় এবং মুক্ত চিন্তায় বিশ্বাসী। মানব ধর্মকেই একমাত্র প্রকৃত ধর্ম হিসেবে জ্ঞান করতে আগ্রহী।

নিশাদ কমল › বিস্তারিত পোস্টঃ

দূষিত মানসিকতা

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮

আমরা কোন সমাজে বসবাস করছি? কোন জগতের বাসিন্দা আমরা? সেই প্রাচীন কালের সক্রেটিস থেকে শুরু করে আধুনিক কালের শিক্ষা মন্ত্রীরা- সকলেই চেষ্টা করে গেছেন এবং এখনও আপ্রাণ চেষ্টা করছেন শুধুমাত্র আমাদের শিক্ষিত করার জন্য, সভ্য করে গড়ে তোলার জন্য। কিন্তু আমরা কি পেরেছি শিক্ষিত বা সভ্য কোনটাই হতে? পারিনি। তবে যা হতে পেরেছি তা কল্পনারও অতীত! মাঝে মাঝে নিজেকে মানব সমাজের সদস্য হিসেবে ভাবতে খুব ঘেন্না লাগে। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিিউটের তিন লম্পট বখাটে ছাত্র বিভিন্ন প্রতারণার মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে কয়েকজন ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে গোপনে সেই ধর্ষণের ভিডিও তৈরি করে প্রকাশ করার হুমকি দিয়ে ঐ ছাত্রীদের সর্বস্ব লুট করে। শুধু তাই নয়, ঐ সব ছাত্রীদের জীবনের সুখ, স্বপ্ন, আশা, আকাঙ্খা- সবকিছুই আজ ধূলিস্যাৎ হয়ে গেছে ঐ লম্পট গুলোর কারনে। অথচ শুনে অবাক হবেন, ঐ লম্পটগুলোকে 'তুলসী পাতা' প্রমাণ করতে এই মানব সমাজেরই কিছু সদস্য এমন সব মন্তব্য করেছে যা ভাষায প্রকাশ করতেও দ্বিধা লাগে। Alamgir Hussain নামে একজন লিখেছে, "আগে নিজেকে (মেয়েদেরকে) সাবধান হতে হবে, কেন লোভে পরে ডেটিং করতে যায়?" Profile ঘেটে দেখা গেল, সে একজন শিক্ষিত চাকরি জীবি। Helal Rony নামে আরেক আদম সন্তান কষ্ট করে লিখেছে, "ata poladar dosh nai mayara kharap manta hoba. tar chita bashi kharap oi mayadar ma baba. karon selara kukor, kukorar kaj kokur korar chastha korba but mayadar sotarko thaka uset." এই ভদ্র লোক(!) Works at Kuwait Stock Exchange and COMPUTER HARDWAWE. বাগেরহাটের P.C. কলেজ থেকে পাশ করা! এরা যদি মানব সমাজের সদস্য হয়, তাহলে সে সমাজের সদস্য হিসেবে আপনার অনুভূতি প্রকাশ করুন এবার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.