নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রচলিত প্রবাদে আছে, \'দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো\', এই পৃথিবীতে কারো কাছে আমি সেই \'দুষ্ট গরু\' ! আবার ওপর এক প্রবাদে আছে, \'নাই মামার চেয়ে কানা মামা ভালো\', কারো কাছে আ­মি সেই \'কানা মামা\' ! ফেসবুক: নিরাশ পরশ

নিরাশ পরশ

আমার চিন্তাভাবনাই আমার জগৎ আর আমার এই জগতের চিন্তাযজ্ঞে আপনার নিমন্ত্রণ

নিরাশ পরশ › বিস্তারিত পোস্টঃ

"মলীন ডায়েরীর একটি ছেড়াঁ পাতার অবশিষ্ট্য কিছু কথা......"

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৯

মিথ্যা আর সত্যের মাঝে আসলেই এই পৃথিবীর সবকিছুই জড়িঁয়ে পেচিঁয়ে থাকে। হয় সত্য দিয়ে সবকিছু শুরু হয়, না হয় তো মিথ্যা দিয়ে সবকিছু শুরু হয়। আর শুরু যখন হয় তখন তো অবশ্যই শেষটাও বিদ্যমান থাকতে হবে। তাই অবধারিতভাবে, হয় সত্য দিয়েই সব শেষ হবে, নতুবা মিথ্যা দিয়েই সবকিছুর ইতি ঘটবে, হতে পারে সেটা সময়ে অথবা অসময়ে......অথচ এই ইতিবৃওের ইতিহাস আমাদের আশেপাশের ছড়িঁয়ে থাকা আপন অনেক মানুষেরা কখনোই তা সঠিকভাবে জানতেও পারবে না !! কারন সব ডায়রীর সব পাতা সবসময় প্রকাশিত হয়ে ওঠে না.............।

সকলকিছুর মাঝে সত্য আর মিথ্যার চাহিদা একটি সরলরেখার দুই প্রান্তের ন্যায় বিপরীতমুখী হয়ে থাকলেও একটিই রেখায় আছে বলেই আমরা প্রত্যকটি মানুষই কখনো না কখনো নিজের ফেলে আসা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অবস্থার কথা মনটা লাগিয়ে ভাবতে থাকি । আর সেটা হয়তো হয়ে থাকে ঘুমতে যাওয়ার আগে, না হয়তো বিকেলের কোন এক অবসাদে। আর যাহারা আমরা মনটা লাগিয়ে ভাবতে ভাবতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ি, তখন তাহারা আমরা আমাদের চোখ জোড়াঁ দিয়ে বহুল আলোচিত সামাজিক যোগাযোগের মাধ্যম, ফেসবুকে অথবা নতুন নতুন মুভির প্লটে নতুন ধাচেঁর মানবিক আশ্রয় খুজেঁ খুজেঁ আবারো সেই ক্লান্তই হয়ে থাকি, আর এসবকিছুই ঘটে যায় আমার এবং আমাদের সবারই নিজস্ব স্বাধীনতার একান্ত ব্যক্তিগত নামক মনের জগতে !! এই হলো আমাদের বেশিরভাগ মানুষের ক্লান্তির ভারে নুয়ে পড়া মনের আপেক্ষিক দশা ।
আর অপর দিকে, প্রকৃত সত্য আর মিথ্যা নির্ধারনের এখনো কোন প্রকৃত পরিমাপক যন্ত্র আবিষ্কার হয়নি বললেই চলে, আর তাই আমরা অনেকেই নিশ্চিন্তে নির্ভীঘ্নে বুক ফুলিয়েঁ-মুখ রাঙ্গিয়ে-কোমড় দুলিয়েঁ এই সমাজে একপ্রকার বেহায়াভাবেই কেউ ক্যাটওয়াক, কেউবা আবার লায়­নওয়াক, আবার কেউ টাইগারওয়াক ছাড়াও আরো কত ধরনেরই ওয়াক করে চলি......বিন্দুমাএ অন্তদহ হয়না !!!
আহা !! তারমানে কি শান্তি, তাই না? কিন্তু, না । সকলেরই একদিন সকল মিথ্যার হিসেব বুঝে নেবার সময় আসে । না চাইলেও বুঝে নিতে হবে ।
আসলে আমরা এই ধরনের ঘৃণিত কাজ করি এটা ভেবে যে, আমাদের বিপরীত দিক কেউ তো বুঝতে পারে না, কেউ আমাদের মনের প্রকৃত সত্য-মিথ্যা জানতে পারে না, কেউ না........এমনকি স্বয়ং কাছে থাকা ভালোবাসার মানুষটিও না !!
বিজ্ঞানের আবিষ্কারকেরা নিবীড়ভাবে মনে করে থাকেন যে, এই পৃথিবীটা একটি এিমাএিক সূএ দ্বারা গঠিত । আর সেই সূএটির উপাদানসমূহ হলো স্থান, কাল ও পাএ । তাদের মতে, এই তিনটি উপাদানের যে কোন একটিকে মানুষ যদি অতিক্রম করতে পারে, তাহলে সে পুরো পৃথিবীকে হাতের মুঠোয় জিইয়ে রাখতে পারবে।
এখন কথা হলো, আমরা সাধারন মানুষ হয়ত এই সকল উচ্চবর্গীয় উপাদান অর্জনে কখনোই প্রতিষ্ঠিত হবো না। কিন্তু এই তিনটি উপাদানকে যদি স্মরণ রেখে খেয়াল করে আমরা আমাদের প্রত্যকটি মুহূর্ত সাজাই এবং একটু প্রকৃতভাবে সজাগ থাকি, তাহলে খুব সহজেই আমরা আমাদের আশেপাশের সেইসকল মানুষগুলোর ইতিবাচক মনোভাবের পাশাপাশি তাদের প্রতারনা করার , মাএাতিক স্বার্থপরতার, হিংসাত্মক ধরনের কাজের, সর্বাত্মক ধোকাঁ দেবার এবং মুখে এক, মনে আরেক এই ধরনের মনোভাব গুলোকে অবধারিতভাবে বুঝতে পারবো। এর জন্য আয়োজন করে অতি পন্ডিত অথবা পীড় দরবেশ হবার প্রয়োজন নেই।
পরিশেষে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, এরপরও 'সত্য' কে তুচ্ছতাচ্ছিন্ন করে যদি আপনার নিজ চোখ-কান- নাক-মুখ বুজেঁ আশেপাশের মানুষটিকে ভালোবেসে যেতে চান? আমি তখন একটি কথাই বলবো, কোনই সমস্যা নেই তাতে.........।
তবে মনে রাখবেন, এতে একসময় অবশ্যই মিথ্যে দিয়ে ঘেরা আপনার আশপাশটাই আপনারই দম বন্ধ হবার উপক্রম হয়ে আসতে পারে, কারন আপনার বিবেকের সবকিছুই যে প্রকৃতভাবেই বুজাঁনো....!!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৫

মিঃ এলিয়েন বলেছেন: অনেক সুনন্দর হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ, মিঃ এলিয়েন ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: খুব ভাল লাগলো!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

নিরাশ পরশ বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.