![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন গানশিল্পী, ব্লগার, উইকিপিডিয়ান, কবি, লেখক ও বহুভাষাবিদ।
আমাদের দেশের মাঠি
সোনার চেয়েও খাঁটি।
১৯৭১ সনে এনেছি স্বাধীনতা,
না পেয়ে ভয়, কাটিয়ে জড়তা।
এক যে ছিল সাহসী মুজিব,
তার মন ও প্রাণ ছিল সজিব।
দিয়ে গেছে এক স্বাধীন দেশ,
সোনার চাইতেও খাঁটি বেশ।
হানাদারদের দিল টুটে,
যারা বাঙালির ইজ্জত লুটে।
লক্ষ শহিদেরই রক্তে,
লিখল ‘বাংলাদেশ’ ৭১-এর ওয়াক্তে।
আজ মোরা স্বাধীন,
নেই আজ কারও অধীন।
পেয়েছি বাংলাদেশ,
সোনার চাইতেও খাঁটি বেশ।
জনম আমার স্বার্থক
জন্মেছি যে এ বঙ্গে,
জীবন যেন কাটাতে পারি
ও বঙ্গ, তোমার সঙ্গে।
নাজিম খান
ব্লগার, উইকিপিডিয়ান, লেখক ও কবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
©somewhere in net ltd.