নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি পোলাডারে ব্লগে খাইলো...

নাফিস ইফতেখার

অন্ধ-কালো ফুল...ফুরনো পুতুল...হাওয়া দিক ভুল বারো মাস...এলানো কাজল... ভাঙা রাজমহল...বিষের ছোবল ঝরা শ্বাস...

নাফিস ইফতেখার › বিস্তারিত পোস্টঃ

গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪১





আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়

চেনাশোনা মুখ, চেনাশোনা হাত ছুঁয়ে যায়

ফিরে ফিরে ঘুম, ঘিরে ঘিরে গান রেখে যায়

কিছু মিছু রাত, পিছু পিছু টান ডেকে যায়

আজো আছে গোপণ......ফেরারী মন........

বেজে গেছে কখন........সেই টেলিফোন........



হু....ম.....ম.....

চেনাশোনা মুখ, জানাশোনা হাত রেখে যায়

ফিরে ফিরে ঘুম, ঘিরে ঘিরে গান ডেকে যায়

আজো আছে গোপণ......ফেরারী মন........

বেজে গেছে কখন........সেই টেলিফোন........







ছোট ছোট দিন, আলাপে রঙিন, নুড়িরই মতন

ছোট ছোট রাত, চেনা মউ তার, পলাশের বন

অগোছালো ঘর, খড়কুটোময় চিলেকোঠা কোণ

কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ.......

আজো আছে গোপণ......ফেরারী মন........

বেজে গেছে কখন........সেই টেলিফোন........



কিছু মিছু রাত, পিছু পিছু টান......অবিকল

আলো আলো রং জমকালো চাঁদ.......ঝলমল

আজো আছে গোপণ......ফেরারী মন........

বেজে গেছে কখন........সেই টেলিফোন........







গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল, জ্যোৎস্নার জল

ঝুড়ো ঝুড়ো কাঁচ, আগুন ছোঁয়াচ ঢেকেছে আঁচল

ফুটপাথে ভিড়, জাহাজের ডাক ফিরে চলে যায়

কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ.......

আজো আছে গোপণ......ফেরারী মন........

বেজে গেছে কখন........সেই টেলিফোন........





ম্যুভি: অন্তহীন

গান: ফেরারী মন

শিল্পী: শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়

ডাউনলোড লিংক: http://www.mediafire.com/?zamzzregom2

মন্তব্য ৪৪ টি রেটিং +২৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৬

সাগর ঢাকা বলেছেন: প্রথম প্লাস আর মন্তব্যের মজাই আলাদা :) এখন গানটা শুনি !

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

নাফিস ইফতেখার বলেছেন: শুনে দেখুন, আশা করি ভালো লাগবে.......

২| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৭

জনৈক আরাফাত বলেছেন: শুনে শুনে পুরনো বানিয়ে ফেলছি! :|
দারুণ গান! B-)

৩| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৯

জনৈক আরাফাত বলেছেন: ///ছোট ছোট রাত, চেনা মউ তার, পলাশের বন///

'মউ তার'= 'মৌতাত' হবে কী? #:-S

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৩

নাফিস ইফতেখার বলেছেন: না, ঠিকই আছে বোধোহয়। কারন মউ = গন্ধ.......

যদিও আমারটা গান শুনে লেখা.......তবে আরো এক যায়গায় একই শব্দ পেলাম, ওটাও বোধোহয় গান শুনেই লেখা: Click This Link

৪| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২

তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্টের নিচে ঐগুলা কি???

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

নাফিস ইফতেখার বলেছেন: Click This Link

৫| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৯

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: পয়লা প্লাস আমি দিসি...... X( X((
সাগর ঢাকা রে মাইনাস......

গান ডাউনলোড শেষ.....দুইবার শুনলাম........পরিচিত....দাদাগিরিতে বাবুল সুপ্রিয় গেয়েছিল......:)

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

নাফিস ইফতেখার বলেছেন: দাদাগিরি দেখেন তাহলে.......আমি দাদাগিরি ভালোই ফ্যান......

৬| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২৪

নীলাদ্র বলেছেন: ম্যুভিটা জটিল।

পাঁচবার দেখেছি।গানটা কতবার শুনেছি হিসেব নাই।

০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

নাফিস ইফতেখার বলেছেন: ম্যুভিটা কয়েকদিন হলো দেখেছি.......অসাধারণ! :)

৭| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৫

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আরে.........দাদাগিরি দেইখা আমি এখন গাঙ্গুলির পুরা পাঙ্খা হইয়া গেছি.....

আগে দেখতা পারতামনা.....

০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮

নাফিস ইফতেখার বলেছেন: :)

৮| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৭

বাবুনি সুপ্তি বলেছেন: শুনছি

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১০

নাফিস ইফতেখার বলেছেন: :)

৯| ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৩

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ++++++

০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৩

নাফিস ইফতেখার বলেছেন: :) :)

১০| ০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

সাগর ঢাকা বলেছেন: গান নিয়ে ব্লগ লেখা পুরা লস প্রজেক্ট ...কেও কমেন্ট করে না ..তবে...নিজের জন্য লেখা ...সেটাই বা কম কি :)

Click This Link

১১| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৪

তাজুল ইসলাম মুন্না বলেছেন: বাঘ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)




সামুরে জানাইছেন?



মামাবাড়ির পোস্টের কোন আপডেট নাই কেন? অনেকগুলা আবদার জমছে।।। :)

১২| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৬

টেকি মামুন বলেছেন: আহারে নাফিস ভাই।আপনে সব কড়া কড়া জিনিস নিয়া হাজির হন ।গানটা আসলেই অসাধারন

১৩| ০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

কোন একজন বলেছেন:

নাফিস ইফতেখার বলেছেন: ভয়ানক একটা ব্যাপার ঘটেছে! আপনার পোস্টের ছবি আর ট্যাগ কিভাবে যেন আমার পোস্টে চলে গিয়েছে!

>এটা কিভাবে সম্ভব? নাফিস ভাই রহস্য না জানা পর্যন্ত ঘুমাতে পারব না...

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১

নাফিস ইফতেখার বলেছেন: খুব সম্ভবতঃ কোন বাগ। এরকম আর আগেও হয়েছে আমার তবে সেটা নিজের অন্য পোস্ট থেকে আরেক পোস্টে ছবি চলে আসতো। আরেকজনের পোস্ট থেকে এই প্রথম......

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৬

নীলতারা বলেছেন: ভাইয়া,
সকালে একটা ফুল এলবাম নামাইছি জিপ ফোল্ডারে। ওটা ওপেন করতে পারছিনা। এরোর দেখাচ্ছে... কী করতে পারি? হেল্প প্লিজ...

০৩ রা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪২

নাফিস ইফতেখার বলেছেন: আমি জবাব দিয়ে এসেছি.......

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৩

নীলতারা বলেছেন: ভাইয়া,
কিছুই করতে পারছিনা! চেঞ্জ হয়ে যাওয়া আইকনটাতে ডাবলক্লিক করলে যে পেজটা আসে একটু দেখেন...

০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২২

নাফিস ইফতেখার বলেছেন: উপরের Extract To লেখা বাটনটিতে ক্লিক করুন। এবারে পরের পেইজে "Keep Broken Files" অপশনে টিক চিহ্ন দিয়ে OK চাপুন।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪

মোজাম্মেল প্রধান বলেছেন:
+

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

ডিজিটাল কলম বলেছেন: আহ কি গান শুনাইলেন........ নয়া পেরেম তো ফাল দিয়া উঠতাছে

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

ডিজিটাল কলম বলেছেন: আহ কি গান শুনাইলেন........ পেরেম তো ফাল দিয়া উঠতাছে

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: শ্রেয়া আমার অনেক প্রিয়। পোস্ট ভাল লেগেছে। ধন্যবাদ।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮

নিরব হাসি বলেছেন:


Click This Link

২১| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক দিনের পর চোখে শান্তি পেলাম........

অনেক ধন্যবাদ... আপনার এই প্রো: পিক'টা আমার অনেক পছন্দের।

ভাল থাকবেন, অনেক বেশি ভাল।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫০

সাইফ হাসনাত বলেছেন: আমি এবং আপনি যখন একসাথে অনলাইনে থাকি, তখন আমার ও আপনার নাম একসাথে থাকে... :P =p~

২৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৫

গুরু ভাই বলেছেন: হমমম!

২৪| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

লালসালু বলেছেন: ভালো লেগেছে

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

নিশ্চুপ নিরবতা বলেছেন: প্লিজ লিন্ক দেখেন। Click This Link

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪২

গরম কফি বলেছেন: অঅঅঅঅঅঅঅঅসাধারনননননননননন।

২৭| ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

রূপক  বলেছেন: "সাইফ হাসনাত বলেছেন: আমি এবং আপনি যখন একসাথে অনলাইনে থাকি, তখন আমার ও আপনার নাম একসাথে থাকে..."

:P

ওরে, সামু তো দেখি মজার খনি হয়ে যাচ্ছে :)

২৮| ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

শাফ্‌ক্বাত বলেছেন: বাহ, সুন্দর তো গানটা!! ধন্যবাদ :)

২৯| ২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫

ডঃ হাইডস বলেছেন: Click This Link

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

সখ্য বলেছেন: একটা অসাধারন গান!!

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৩

রাজসোহান বলেছেন: মনের সব টুকু অনুভুতি ছুয়ে যাওয়া গান+++++++++

৩২| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৭

ভাবী জিওলজিস্ট বলেছেন: জোস.।.।.।.।++++++++++++++++++++

৩৩| ১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৪

ফাইরুজ বলেছেন: এই গানটা যে আমার কি ভাল লাগে ।গানের পিকচারাইজেশন টাও দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.