![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাহিদ রহমান। ছড়া লিখি খুব আবেগে মাঝে মাঝে কবিতা লিখি।
আমার জীবনের,
হারিয়ে গেছে ট্রেন,হারিয়ে গেছে লাইন।
হারিয়ে গেছে শিরোনাম
তাই আমি শিরোনামহীন।
হারিয়ে গেছে সৃতি,হারিয়ে গেছে প্রেম।
হারিয়ে গেছে তোমার ছবির
বাধায় করা ফ্রেম।
হারিয়ে গেছে দিন,হারিয়ে গেছে সব ঋণ।
হারিয়ে গেছে তোমার দেওয়া,
শাড়ির সেফটিপিন।
হারিয়ে গেছে খাম,হারিয়ে গেছে
নাকের ঘাম।
হারিয়ে গেছে তোমার দেওয়া,
জামার বোতাম।
হারিয়ে গেছে থানা,হারিয়ে গেছে আইন।
হারিয়ে গেছে এই কবিতার,
শেষের দুই লাইন।
©somewhere in net ltd.