![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাহিদ রহমান। ছড়া লিখি খুব আবেগে মাঝে মাঝে কবিতা লিখি।
কলেজ লাইফ শুরুর দিকে, নিজেকে বড় ভাবতে শুরু করলাম। সন্ধ্যার পর একটু দেরি করে বাড়ি ফেরা শুরু করলাম। বাসা থেকে কল দিয়ে কোথায় আছি, জানতে চাইলে বলতাম বাড়ির সামনে অবস্থিত নূর মসজিদের কাছে আছি, কিছু দিন যাওয়ার পর মাথায় বুদ্ধি খেলে গেল,সন্ধ্যার পর যেখানেই যাই না কেন, বাসায় থেকে জানতে চাওয়া মাত্র বলতাম বাসার সামনে মসজিদের পাশে আছি, কিন্তু একদিন আব্বু কল দিয়ে প্রশ্ন করল কোথায় আছি, আমি যথারীতি সেই একই উত্তর দিলাম, এবং আব্বু বলল যেহেতু বাড়ির সামনেই আছো তাহলে দুই মিনিটের মধ্যে বাসায় আসো। দুই মিনিটের বেশি লাগলে বুঝব তোমার কথা ভূল,আমি ঘড়ি দেখতেছি,.........।কি আর করার সাথে সাথে বোল্ডের মত এক ছুট দিলাম অনন্ত জলিলের মত অসম্ভব কে সম্ভব করার জন্য।
এই ঘটনার পর আমি অনেক সর্তক হলেও আগের মতই ছিলাম সন্ধ্যার পর প্রাইভেট শেষ করে রাস্তায় হাটতেছিলাম এমন সময় বাবা কল দিয়ে বলে কই তুমি? আমি বললাম এই মাত্র প্রাইভেট শেষ করলাম, বাবা বলল তুমি কি তোমার স্কুলের সামনে ,আমি বললাম না,তুমি সাদা গেঞ্জি পরছো ?, আমি বললাম না, বাবা বলল তাড়াতাড়ি বাসায় আসো। পাশে থাকা বন্ধুকে বললাম আমার গেঞ্জি টা তুই নিয়ে তোর শার্ট টা আমায় দে, বন্ধুর শার্ট পরে বাড়ি গিয়ে বাবার কাছে জানতে চাইলাম তুমি কাল শার্ট পরা অবস্থায় আমাকে দেখেছ, না হলে আমার মনে হয় অন্য কাউকে দেখেছ, সে যাত্রায় রক্ষা পেলেও যা বোঝার তিনি তাই বুঝে ছিলেন।
ভার্সিটি লাইফের শুরুর দিকে ভাল হওয়ার চেষ্টা শুরু করলাম ,তখন ঠিক করলাম সত্য যতই অপ্রিয় হোক, আব্বুর সাথে আর কোন মিথ্যা বলব না।তার পরের রাত ঢাকায় মাঠে বসে আমরা বন্ধুরা সবাই আড্ডায় মগ্ন ছিলাম।দেশের বাসা হতে আমার আব্বু কল দিয়ে জানতে চায়,কি করতেছি...???? আমি বাবার সাথে মিথ্যা বলব না।তাই মাঠে শুয়ে বললাম আব্বু শুয়ে আছি............।
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:১০
এস এম নাহিদ রহমান বলেছেন: সত্যি বলতে কি আমি জানতাম না ,এটাকে ম্যানুপুলেশন অফ ট্রুথ বলে, তবে এই ধরণের কথা গুলোকে আমার নিজের দর্শনে আমি অধরাস্পর্শী মিথ্যা বলে থাকি, যে মিথ্যা কখনও ধরা সম্ভব নয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, তথ্যটা দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: এটাকে বলে ম্যানুপুলেশন অফ ট্রুথ। সত্যকে ভিন্নভাবে উপস্থাপন। নাইস একজাম্পল। অজান্তেই দিয়ে ফেলছেন যদিও।