![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাহিদ রহমান। ছড়া লিখি খুব আবেগে মাঝে মাঝে কবিতা লিখি।
মনে করিয়ে দিলাম আর এক বার.।
( ব্যাচেলর দের জন্য অধিক গূরুত্বপূর্ণ )
*কুল জেনারেশনের ছবি তোলার সবচেয়ে পছন্দের জায়গা বাথরুম।
*শরীর ও মনে প্রশান্তি বিরাজ করে কোন রুম থেকে বের হলে, উত্তর বাথরুম।
*এই গরমে গোসল করে ঠান্ডা হতে কোথায় যাবেন, উত্তর বাথরুম।
*কম সময়ে মানুষ জন হতে দূরে গিয়ে একান্ত সময় কাটানোর জায়গা বাথরুম।
*হেড়ে গলায় মন খুলে গান গাওয়ার শ্রেষ্ঠ স্থান বাথরুম।
*ঘুম থেকে উঠে যেখানে না গেলে দিন ভাল ভাবে শুরু হয় না ,তা হল বাথরুম।
*এই মূল্যবান বিষয় সম্পর্কে আমি কোথায় থেকে লিখছি
উত্তর আপনারা দিবেন??
বাথরুম কে অবহেলা করা উচিত না। ইহা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
হোষ্টেল মেসের বাথরুমের অবস্থা দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না, তাই সবাই আমাকে ক্ষমা করবেন।
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭
এস এম নাহিদ রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় পাশে থাকবেন।
২| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩
শতদ্রু একটি নদী... বলেছেন: হাস্যকরভাবে সত্য।
বাথ্রুম না বলে টয়লেট বললে আরো পারফেক্ট হইতো।
১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৫
এস এম নাহিদ রহমান বলেছেন: লেখার সময় শুধু শৌচাগার মাথায় ছিল, পরে বাথরুম লিখে চালিয়ে দিছি।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন:
ব্লগে সুস্বাগতম ।