![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাহিদ রহমান। ছড়া লিখি খুব আবেগে মাঝে মাঝে কবিতা লিখি।
একুশ না কি বিয়ের বয়স,
গুরুজনরা বলে।
বছর দু য়েক আগেই আমার,
একুশ গেছে ছেড়ে।
এখন আমার সেই গুরুজন,
বলে না যে কিছু।
এই বয়সে ক্যামনে ছুটি,
মেয়েদের পিছু।
বুকটা আমার হু হু করে,
বউয়ের জন্য হাহাকার।
বাপ বোঝে না মনের কথা,
কারণ আমি যে ভাই বেকার।
দরখাস্ত লিখছি যে তাই,
বরাবর,বাংলাদেশ সরকার।
বিষয় "বউ চাহিয়া দরখাস্ত "
বউ যে ভীষণ দরকার।
২| ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
৩| ১৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩২
এস এম নাহিদ রহমান বলেছেন: আপনাদের অসংখ্য ধন্যবাদ
আশা করি আপনারা আমার পাশে থাকবেন। (বউ না পাওয়া পর্যন্ত
)
৪| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন:
মজার !
৫| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪০
আরজু পনি বলেছেন:
হাহা বাস্তবতার সাথে বেশ মিলিয়ে লেখা।
মজার হয়ে ছড়া।
৬| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো লেগেছে!
৭| ২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫
সুলতানা রহমান বলেছেন: পড়তে পড়তে হাসলাম।
ভালো লেগেছে।
কিন্তু ছবি দেখে মনে হয়েছে আপনি একটা কুস্তিগির বউ চান।
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৩৫
এস এম নাহিদ রহমান বলেছেন: প্রতিটি বউ এক এক জন কুস্তিগির নারী
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৩
জনাব মাহাবুব বলেছেন: দরখাস্ত লিখছি যে তাই,
বরাবর,বাংলাদেশ সরকার।
বিষয় "বউ চাহিয়া দরখাস্ত "
বউ যে ভীষণ দরকার।
চরম লিখেছেন।