![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নাহিদ রহমান। ছড়া লিখি খুব আবেগে মাঝে মাঝে কবিতা লিখি।
সুন্দরীটা ডাকছে মোরে,
ডাকছে যে তার পানে,
সুন্দরীটা একালা থাকুক,
বুঝুক-একা থাকার মানে ।
ভালবাসার তোপধ্বনি-
বাজতো যে তোর কানে,
আজ থেকে বুঝবি তুই –
একা থাকার মানে ।
কষ্ট পেতি যখন থাকিস –
একলা আমার সনে ,
আজ হতে তুই একালা পাখি
একাই থাকবি বনে ।
সুন্দরীটা একালা থাকুক,
একাই হাঁটুক দিনে;
সঙ্গ দিলে দোষ যে আমার-
ধরুক তাকে জীনে ।
০৭।০৮।২০১১
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ রাত ৮:৩৯
সুলতানা রহমান বলেছেন: এটা কি অভিশাপ?