![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাব করার পর মনে হয় কয়েক ফোটা বের হয়েছে
প্রশ্ন :
জনৈক ব্যক্তি পেশাব শেষ করে পেশাবের স্থান ধৌত করে নেয়। কিন্তু যখনই সে নড়াচড়া করে ও দাঁড়ায়, তখন অনুভব হয় যে, কয়েক ফোটা পেশাব বের হয়েছে। এ জন্য সে দীর্ঘ সময় পেশাবের স্থানে বসে থাকে আর বলে : কি করব ? সে কি তার এ অনুভূতি ও ধারণা ত্যাগ করে অযূ পূর্ণ করে নেবে ? না, পরিপূর্ণ পেশাব বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ? আশা করি উত্তর দিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনাদের কল্যাণ করুন।
উত্তর :
আল-হামদুলিল্লাহ
এ বিষয়টি ওয়াসওয়াসা ও সন্দেহ থেকে সৃষ্টি হয়। আর এগুলো তৈরি হয় শয়তানের পক্ষ থেকে। তবে কারো কারো ব্যাপারে প্রকৃত পক্ষেই এমন ঘটে। আর প্রকৃত হলে, সে তাড়াহুড়ো করবে না, বরং পেশাব বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, অতঃপর পানি দ্বারা পেশাবের স্থান ধৌত করবে। এরপর যদি কোন কিছুর আশঙ্কা থাকে, তাহলে লজ্জাস্থানের আশপাশে লুঙ্গি বা পায়জামায় পানি ছিটিয়ে দেবে। অতঃপর অযূ শেষ করার পর যে সন্দেহ সৃষ্টি হয়, সে দিকে সে ভ্রুক্ষেপ করবে না। ওয়াসওয়াসা ত্যাগ করার জন্য এ পদ্ধতি তার জন্য সহায়ক হবে।
আর যদি শুধুই সন্দেহ ও ওয়াসওয়াসা হয়, যার কোন বাস্তবতা নেই, তবে তার প্রতি মোটেই ভ্রক্ষেপ করবে না। মুমিনদের জন্য এ সমস্ত জিনিসে দৃষ্টি না দেয়া উচিত। কারণ, এগুলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তান চায় মানব জাতির সালাত-ইবাদত নষ্ট করতে। অতএব, তার ষড়যন্ত্র ও ওয়াসওয়াসা থেকে সতর্ক থাকা জরুরি। আল্লাহকে আকড়ে থাকা এবং তার উপর ভরসা করা। আর এসব যা কিছু সৃষ্টি হয়, তা শয়তানের পক্ষ থেকে মনে করা, যাতে অযূ এবং তার পরবর্তী সালাতে এর প্রতি কোন ভ্রুক্ষেপ সৃষ্টি না হয়। আর নিশ্চিতভাবে কিছু বের হলে, পুনরায় পবিত্র হবে ও অযূ করবে।
আর ধারণার কোনই গ্রহণ যোগ্যতা নেই। যদিও ৯৯% ভাগ ধারণা হয়, তার প্রতিও কোন ভ্রুক্ষেপ করা যাবে না। এগুলো শয়তানের প্ররোচনা। যতক্ষণ পর্যন্ত দৃঢ় বিশ্বাস না হবে, সে তার অযূ, সালাত ও অন্যান্য কাজ করে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল : হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তির ধারণা হয় যে, তার সালাতে কিছু বের হয়েছে। উত্তরে তিনি বলেন : (لَا يَنْصَرِفْ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا) সালাত ত্যাগ করবে না, যতক্ষণ না সে আওয়াজ শোনে, অথবা গন্ধ পায়। এখানে তিনি নির্দেশ দিয়েছেন, আওয়াজ বা গন্ধ না পাওয়া পর্যন্ত, কেবল ধারণার উপর নির্ভর করে সালাত ত্যাগ করবে না। তদ্রূপ মানুষ যখন অযূ থেকে ফারেগ হয়, অতঃপর কোন কিছু অনুভূত হলে, সে দিকে ভ্রুক্ষেপ করবে না, এবং তার প্রতি ফিরে যাবে না। বরং, সে তার পবিত্রতা, সালাত ও আমল করে যাবে, যতক্ষণ না ১০০% ভাগ ধারণা হয় যে, কিছু বের হয়েছে। কারণ, কিছু বের না হওয়াই নিয়ম। আরো স্মরণ রাখবে যে, শয়তানের ওয়াসওয়াসা, তার প্ররোচনা ও তার সৃষ্ট সন্দেহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মুমিনকে ক্লান্ত করা ও তাকে কল্যাণকর এসব কাজ থেকে বিরত রাখা। আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি।
শায়খ আব্দুল আযীয বিন বায - রাহিমাহুল্লাহ
২| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩৮
েমা আশরাফুল আলম বলেছেন: এইটা একটা কমন সমস্যা, আপনার ব্যাখ্যাটাই আলেমরা সাধারণত দেন।
ধন্যবাদ
৩| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৩
মারুফ হায়দার নিপু বলেছেন: েমা আশরাফুল আলম বলেছেন: এইটা একটা কমন সমস্যা, আপনার ব্যাখ্যাটাই আলেমরা সাধারণত দেন।
ধন্যবাদ
৪| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫
ইংলা বলেছেন: গুটি কয়েক ঝাড়া দিবেন। মামলা ডিসমিস
৫| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৪৭
বিরোধী দল বলেছেন:
৬| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৩
_শাহরিয়ার_ বলেছেন: রিফাত হোসেন ভাই, আপনার কেন মনে হল উনি মোসাদ এজেন্ট !!
আপনি অনেক পুরনো ব্লগার তাই জানতে চাইলাম । আশাকরি মাইন্ড করবেন না :-)
৭| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:০৭
নিশাচর নাইম বলেছেন: এই ব্যাপার নিয়ে আমারো সন্দেহ হইত।পরে এনটিভিতে আপনার জিগ্ঘাসা অনুষ্ঠানে একজন এর প্রশ্নের উত্তরে এই ধরনের জবাব পেয়েছিলাম।ধন্যবাদ ভাল এবং দরকারী একটি জিনিষ শেয়ার করায়।
[অ:ট: ব্লগে পোস্ট এর টাইটেল দেয়ার ক্ষেত্রে আরেকটু শ্রুতিমধুর যাতে হয় সেইদিকে লক্ষ্য রাখুন]
৮| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:১৪
নীড় হারা পাখি বলেছেন: আপনাকে ধন্যবাদ এই বিষয়টি তুলে ধরার জন্য
৯| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩১
জন রাসেল বলেছেন: ধন্যবাদ। সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। তবে হ্যা পোষ্টের নামটার ব্যাপারে আরেকটু সচেতন হওয়া দরকার ছিল যেহেতু পোষ্টটা শুধু পরিচ্ছন্নতা ছাড়াও ধর্মের সাথে রিলেটেড।
১০| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১২:০০
আমি একজন যন্ত্রমানব বলেছেন: কাজে লাগলো।
১১| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১:৩১
নিয়ানডার্থাল বলেছেন: হেঃ হেঃ হেঃ !!!
যত ঝাঁকি তত নেকী ..
.....................তবলিগের চ্যালা
গদাম..........।
১২| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:০৩
রিদুয়ান বলেছেন: ধন্যবাদ
১৩| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:২০
সাকিব। বলেছেন: ইংলা বলেছেন: গুটি কয়েক ঝাড়া দিবেন। মামলা ডিসমিস
১৪| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:৫৮
ব্লগার ইমরান বলেছেন: সুন্দর , অনেক কাজের ফতোয়া। ধন্যবাদ।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১২ সকাল ১০:০২
ইমুব্লগ বলেছেন: ঝাড়ি দিতে থাকেন
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৩২
রিফাত হোসেন বলেছেন: ালার ভাই নতুন ুদাই এর আগমণ । মোসাদ রা কত দেয় মাসে ?