নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখ জৈষ্ঠ্যে
ঝড়ের দমকা হাওয়ার পালে,
তোমার বুকে গুজবো মাথা
ভালোবাসার স্নিগ্ধতায় ডানামেলে।
আষাঢ়–শ্রাবণে
তুমি মেঘ থেকে বৃষ্টি হলে
ভিজব আমি এলোচুলে।
ভাদ্র-আশ্বিনে
শরৎ এর মায়াজালে
তোমার কাঁধে রেখে মাথা,
শুনব পাখির গুঞ্জন
লিখব প্রকৃতির চুপকথা।
কার্তিক-অগ্রহায়ণে
হেমন্তের রঙে সাঁজবো দুজনে,
হলুদ রাঙায় আনমনে।
পৌষ-মাঘের ঐ শীতে
তোমাকে জড়িয়ে ঘুমাব আমি
উষ্ণতার মিষ্টু আদরে।
ফাল্গুন-চৈত্রে
বসন্তের ফুলে রাঙা ভোরে,
লিখব কবিতা বাসব ভালো
তোমারে শুধু তোমারে।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.