নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাঈমা সুলতানা চাঁদনী, অসাধারণ সব মানুষদের মধ্যে খুব সাধারণ একজন। লেখালেখি আমার কাছে শিল্প। শৈল্পিক সৃষ্টির ভক্ত আমি। লেখালেখি তেমন একটা পারি না, শিখার তীব্র ইচ্ছা থেকে মাঝে মাঝে ভুলভাল কিছু বর্ণ সাজাই, সাধারণ সব শব্দে মনেরমতো বাক্য সৃষ্টির চেষ্টা করি।

নাঈমা সুলতানা চাঁদনী

নাঈমা সুলতানা চাঁদনী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার বিচারে সৌন্দর্য

২৩ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৫

এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর।
যদি দেখার চোখ হয় সুন্দর, তবে কেউই কিন্তু মন্দ নয়।

আমাদের মাঝে কেউ কুৎসিত নয়।
আসলে মানুষ কখনো দেখতে কুৎসিত হয় না। তবে, কুৎসিত চিন্তাধারার মানুষ হয়।

তাছাড়া সৌন্দর্য বিচারের ক্ষেত্রে যদি শরীরের কাঠামো, ওজন, উচ্চতা, গায়ের রং ইত্যাদি তুলনা করা হয়, তবে কেউই সুন্দর নয়।
কেউই নিখুঁতভাবে সুন্দরের উপমা লাভের অধিকারী নয়, প্রত্যেকেরই কোন না কোন দিক থেকে ছোট্ট খাঁটো খুঁত খুঁজে পাওয়াই যাবে।

আসলে,
একটা মানুষকে আমরা যতোটা ভালোবাসি, সে আমাদের কাছে ততোটা সুন্দর হয়ে উঠে।
তখন আমরা তাকে আর অন্য কারো সাথে তুলনা করতে পারি না।
সে আমাদের কাছে অতুলনীয় হয়ে উঠে।

বিশাল এই পৃথিবীর এতশত কোটি মানুষের মধ্যে শুধু তাকেই শ্রেষ্ঠ বলে মনে হয়। চোখ বন্ধ করলে ঐ মানুষটার হাসিমাখা মুখটা আমাদের মস্তিষ্কে ভেসে আসে অজস্র ভালোবাসায়।

যখন দেখবেন,
আপনার প্রিয়জনকে আর আপনার কাছে সুন্দর লাগছে না, তখন বুঝে নিবেন ভালোবাসাটা আর আগের মতো নেই। তখন কিন্তু ঐ মানুষটার মধ্যে কোন খুঁত নেই আসলে, সে আপনাকে ভালোবাসে নিখুঁত হয়ে গেছে। খুঁত আপনার মাঝে, আপনার কুয়াশাঘেরা মিথ্যে ভালোবাসায়। কুয়াশা কেটে গেলেই আপনিও পাশ কাটিয়ে চলে যাবেন দূর তেপান্তরে।

আর তাই, পরে নয় চলে গেলে এখুনি চলে যান। যাকে সুন্দর লাগে, তাকে গিয়ে ভালোবাসুন, ভালো থাকুন।সবাইকে ভালো রাখুন।

আর থাকার হলে, যত্ন করে ভালোবাসুন। সুন্দর চোখে সুন্দর ভাবে দেখুন তাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.