নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• একা দিন,
চিনচিন...
বুকের ভিতরটা।
• একা ফুল,
নেই কূল
দুঃখের সাগরটা।
• একা কাঁদি,
একা বাঁধি..
স্বপ্নের ঘরটা।
• একা রাত,
একা চাঁদ।
• একা তুমি,
একা আমি।
• একা হাসি,
ভালোবাসি।
• একা ছবি,
তুমি কবি।
• একা শখ,
করি বক বক।
• একা একা
শূণ্যতায়,
পূর্ণতা..
তুমিই আমার,
একলা একা
কবিতা।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.