নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★ ভালোবাসাটা আসলে কি?
• ভালোলাগা গুলো আস্তে আস্তে জমাট বেঁধে মনের গহীনে ভালোবাসার সূচনা হয়। অনেকসময় অনেক খারাপ লাগা থেকেও ভালোবাসা হয়ে যায়। একটা মানুষের প্রতি আপনি খুব বিরক্ত, কিন্তু তবুও তাকে ছেড়ে যেতে পারছেন না! এর কারণ শুধু ভালোবাসা।
• যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার প্রতি আপনি আসক্ত হয়ে যাবেন, অনিচ্ছা সত্ত্বেও। সেটাই প্রকৃত ভালোবাসা।
• আবার অনেক সময় দেখা যায়,লাইফের অনেক প্রবলেম এই ভালোবাসাকে কেন্দ্র করেই।তাই চারপাশের চাপে পড়ে ঐ মানুষটার হাত আপনার ছেড়ে দেওয়া উচিত বলে ক্ষনিকের জন্য মনে হবে,কিন্তু আপনি ছাড়তে পারছেন না। এর কারণ ও ভালোবাসা।
• যেখানে ছেড়ে চলে যাওয়ার উপায় নেই সেটাই ভালোবাসা।
• যেখানে ছেড়ে চলে যেতে মন মানে না সেটাই ভালোবাসা।
• যেখানে পাহাড়সম ভুল-ত্রুটি সব ক্ষমা করে দেওয়া যায় নিমিষেই সেটাই ভালোবাসা।
• যেখানে আকাশের মতো উদার হয়ে মাথার উপরে ছায়া দিয়ে আগলে রাখার নিঃস্বার্থ প্রচেষ্টা সেটাই ভালোবাসা।
• যেখানে সব রাগে-অভিমান একটা ছোট্ট সরিতে বিলীন হয়ে যায় সেটাই ভালোবাসা।
• যেখানে একটু মুচকি হাসি আপনার সব কষ্ট দূর করে দেয় সেটাই ভালোবাসা।
• যেখানে আপনার সকল প্রার্থনা জুড়ে থাকে তার ভালোথাকা সেটাই ভালোবাসা।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.