নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ‘ভাল্লাগে না’ সকালে,
আমি তোমারই ঘুম ভাঙাবো।
আমার ‘ভাল্লাগে না’ দুপুরে,
আমি তোমারেই বিরক্ত করব,
আমার ‘ভাল্লাগে না’ বিকালে,
তোমায় জোর করে ছাদে নিয়ে যাব,
আমার ‘ভাল্লাগে না’ সন্ধ্যায়,
আমি তোমাতেই গল্পে বিভোর হব।
আমার ‘ভাল্লাগে না’ রাতে,
আমি তোমারই কাছে আসব।
আমার ‘ভাল্লাগে না’ প্রতিটা সময়ে,
আমি তোমারেই ভালোবাসব ।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.