নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন খারাপের দেশে
ছন্দগুলো ভাসে
হিম থরোথরো
মিথ্যেগুলো জড়োসড়ো।
তবু ছন্দগুলো
মেঘের ডানায় এসে
জড়ো হয় যেন,
মিথ্যে ভাবনাতে মেশে।
আমি আমায় একা খুঁজি,
একলা একা মিথ্যেতেই চোখ বুজি।
ভালো আছি, ভালো নেই
নিজেরই যেন জানা নেই।
~ নাঈমা সুলতানা চাঁদনী
©somewhere in net ltd.