নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাঈমা সুলতানা চাঁদনী, অসাধারণ সব মানুষদের মধ্যে খুব সাধারণ একজন। লেখালেখি আমার কাছে শিল্প। শৈল্পিক সৃষ্টির ভক্ত আমি। লেখালেখি তেমন একটা পারি না, শিখার তীব্র ইচ্ছা থেকে মাঝে মাঝে ভুলভাল কিছু বর্ণ সাজাই, সাধারণ সব শব্দে মনেরমতো বাক্য সৃষ্টির চেষ্টা করি।

নাঈমা সুলতানা চাঁদনী

নাঈমা সুলতানা চাঁদনী › বিস্তারিত পোস্টঃ

জীবনের কিছু সত্য

২৩ শে জুন, ২০২০ বিকাল ৪:৪২

কিছু মানুষ থাকে,
এরা প্রবল ঝড়ে নিজেকে সামলাতে না পারলেও প্রিয় মানুষটাকে ঠিকই সামলে রাখে।

নিজে বহু আঘাত পেলে ও হাসিমুখে বলে, ভালো আছি।

এরা জীবনে বেশি কিছু চায় না।
এদের কাছে ভালোবাসার মানে হিসেবে কখনই ভালো একটা বাসা প্রাধান্য পায় না।
এরা টিনের ঘরে থেকেও যতটা ভালেবাসতে পারে, তা আপন গুলজার টাওরারের মতো লাখ লাখ টাকার ফ্লাট বাসায় থেকেও অনেকে বাসতে পারে না।
এদের জীবনের চাওয়া-পাওয়া গুলো খুবই সীমিত।

এরা শুধু চায়,
প্রিয় মানুষটা পাশে থাকা বালিশটায় মাথা রাখুক।
খুব শান্তিতে প্রিয়জন ঘুমোক,
আর সে দেখুক।
এরা টাকার সাথে ভালোবাসাকে গুলিয়ে ফেলে না।
এদের কাছে নিজের চেয়ে ভালোবাসার মানুষটার গুরুত্ব বেশি থাকে।

এরা চায়, এদের প্রিয়জনকে ভালো রাখতে।
ভালো থাকতে দেখতে।

এত ভালো বেসেও এদের কপালে ভালোবাসা জুটে না।
এদের যখন খুব কান্না পায়,
তখন ফেইক হাসির আড়ালে খুব কষ্টে সবটা চেপে রাখে।
কখনো কাউকে বুঝতে দেয় না ভিতরের ক্ষতটা।
সব ক্ষত আড়াল করে,
চেপে রাখতে রাখতে এরা একটা সময় নিঃশেষ হয়ে যায়।

এর পরেও দিন শেষে এদেরকেই সবাই বলে বেইমান।
এদের সাথে তকমা যোগ হয় ভালোবাসাহীন।
এদের মনে নাকি কোন মায়া-দয়া নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.