নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমায় মেঘ বলেছে,
বৃষ্টি দেব।
বৃষ্টি দিয়েই বর্ষা হব।
আমি বলি রোদ্দুর চাই।
কৃষক আমার নিজের মানুষ তাই।
টিক তখনি,
রোদ্দুর আমায়
কানে কানে
বলতে লাগলো,
আর যাবো না।
থেমে গিয়ে
করব বাহানা।
আমি বলি,
একটু থেকে চলে যা ভাই।
কাঠফাটা রোদে শান্তি নাই।
রিকশাওয়ালা আমার নিজের মানুষ তাই।
বর্ষণ হয়ে রোদ্দুর এলো।
সাদামাটা দিন রঙে ভরে গেল।
আমি বলি এই তো ভালো ভাই,
সবাই আমার নিজের মানুষ তাই।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.