নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে ভাষার প্রাণের নেশায়
তিক্ত বর্ণে রিক্ত মায়ায়
আমারে জড়াও
তোমার তরে।
সে ভাষারে,
কেমনে ভুলি ?
কেমনে তবে,
একলা চলি ?
এ ভাষা যে তোমারে নিয়ে,
তাইতো তোমার কথা বলি।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.