নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপারে ওপারে,
দিশেহারা হয়ে দেশান্তরে
খুঁজে চলেছি
অদেখা ভালোবাসারে।
যে ভালোবাসা,
আমাকে ক্ষত বিক্ষত করে
অজানা অচেনা প্রান্তরে!
কখনো বা মায়ায় টানে
আমায় আকঁড়ে ধরে,
প্রয়োজন শেষে
বিভীষিকার বেশে
ছুঁড়ে মারে
দূর তেপান্তরে!
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.