নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নে তুমি এসে,
কেন স্বপ্নেই চলে যাও?
বুঝ না কি তুমি,
যে তুমি কি চাও!
স্বপ্নে তুমি এসে,
আমায় বিভোর করে রও।
স্বপ্নে তুমি মিশে,
আবার হাওয়া হয়ে যাও!
স্বপ্ন আর স্বপ্ন
কেন বাস্তবে ধরা না দাও?
মিথ্যে এই স্বপ্নে
তবু ভালোবেসে যেন রও ।
~ নাঈমা সুলতানা
©somewhere in net ltd.