নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নাঈমা সুলতানা চাঁদনী, অসাধারণ সব মানুষদের মধ্যে খুব সাধারণ একজন। লেখালেখি আমার কাছে শিল্প। শৈল্পিক সৃষ্টির ভক্ত আমি। লেখালেখি তেমন একটা পারি না, শিখার তীব্র ইচ্ছা থেকে মাঝে মাঝে ভুলভাল কিছু বর্ণ সাজাই, সাধারণ সব শব্দে মনেরমতো বাক্য সৃষ্টির চেষ্টা করি।

নাঈমা সুলতানা চাঁদনী

নাঈমা সুলতানা চাঁদনী › বিস্তারিত পোস্টঃ

সে

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সে লিপিবদ্ধ হবে,
আমার কবিতায়।
সে মুগ্ধ হবে,
আমার ছন্দময়ীতায়।
সে মুক্ত হবে,
আমার দেয়া স্বাধীনতায়।
সে প্রেমাসক্ত হবে,
আমার ভালোবাসায়।
সে জড়িয়ে রবে,
আমার উষ্ণতায়।
সে তৃপ্ত হবে,
আমার স্পর্শতায়।
সে সিক্ত হবে,
আমিহীনা শূন্যতায়।
সে রিক্ত হবে,
আমার প্রেমের ব্যর্থতায়।


~নাঈমা সুলতানা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন:
রিক্ততার মধ্যে যদি পূর্ণতা থাকে তবে তাই হোক।
ব্যর্থতাই যেখানে হৃদয়কে আবেশে ভরিয়ে দেয়।
কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন আপু।

২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:২৭

নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর মন্তব্য করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.