নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে,
যাদের মুখে সবসময় একরাশ হাসি লেগে থাকে।
সবাই মনে করে,এরা খুব সুখী ।
এদের জীবনে কোন বেদনার রং নেই।এদের কখনো মন খারাপ হয় না। এদেরকে কেউ কষ্ট দেয়না।
আসলে এই ধারণাটা ভুল।
এদের মন খারাপ থাকলেও এরা হাসে। মিথ্যে হাসির আড়ালে ভিতরের কান্নাটাকে এরা আড়াল করে। এদের সব হাসি কিন্তু সত্যি না। অতিরিক্ত হাসি মানেই সবসময় সুখে বিভোর থাকা নয়।
অনেক হাসির পিছনে থাকে বেদনা।
ভালোবাসার অপূর্ণতা,
কখনও বা ক্যারিয়ারে অসফলতা,
কখনও বা ফ্যামিলি ক্রাইসিস।
এমন অনেক অনেক গল্প থাকে, যা বলার মতো না।
অনেক অনেক দুঃখ থাকে যা ভুলে থাকার মতো না।
এই হাসিখুশি মানুষগুলো হাসির আড়ালে নিজের সব কষ্ট ভুলে থাকার বৃথা চেষ্টা করে মাত্র।
ভুলে থাকতে পারে না।
এরা সবসময় মিথ্যে অভিনয় করে,
ভালো থাকার অভিনয়।
যখন এরা ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়ায়, এদের চোখ ঝাপসা হয়ে আসে অশ্রুতে। এই অশ্রুটাই এরা সবার কাছ থেকে আড়াল করে।
এরা নিজের সাথে নিজে লড়াই করে বেঁচে থাকে।
এই মানুষগুলোই একদিন হাসতে হাসতে পৃথিবীর মায়া ত্যাগ করবে।
সবাই তখন ও বলবে, সে খুব সুখী মানুষ ছিল। ভিতর ঘরের খবরটা কেউ জানবে না।
এই হাসিখুশি মানুষগুলোর জীবনে অনেক কষ্ট, তাই নিজের কোন কাজ দ্বারা বা কথা দ্বারা এদেরকে কষ্ট দেয়া থেকে বিরত থাকুন।
ঐ যে সবার উপরে একজন আছে,
তিনি কিন্তু সব খবই রাখেন
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫১
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৬
ইসিয়াক বলেছেন: বাহ! আপনি তো বেশ ভালো লেখেন।
আরো বেশি বেশি লিখুন।
শুভকামনা।
২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫১
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন:
সহমত।
সব হাসি হাসি নয়, বরং সে হাসির পিছনে থাকে এক মায়াবী কান্না।
ভালো লিখেছেন।
শুভেচ্ছা নিয়েন।