নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি বৃষ্টি হয়ে পড়লে ঝরে,
শ্রাবণস্নিগ্ধ সন্ধ্যা বা দুপুরে।
আমি তখন তোমার ঘোরে,
জাগব প্রেমের নেশায় এক নতুন ভোরে।
তোমায় চায়ের চুমুক হতে,
চায়ের কাপে জোৎস্না মাখাতে।
মিশে যাব ঐ স্বপ্নীল চুমুতে
আমি তোমাতে তুমি আমাতে।
২৫ শে জুন, ২০২০ রাত ১১:৩৩
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: আমি আসলে ব্লগে নতুন, ধন্যবাদ! জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ
২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০৫
ইসিয়াক বলেছেন:
খুবই মিষ্টি একটা কবিতা। ভালো লাগলো্ দীর্ঘ হোক আপনার পথচলা।
২৬ শে জুন, ২০২০ রাত ১০:০১
নাঈমা সুলতানা চাঁদনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ আবেগময় লাগলো।
পোস্টে লাইক।
শুভেচ্ছা নিয়েন।
প্রতিমন্তব্য করতে আমাদের কমেন্ট বক্সের ডানদিকের সবুজ বাটন প্রেস করলে নতুন একটি স্পেস আসবে। তারমধ্যে উত্তর লিখে জমা করলে তবেই আমাদের নোটিফিকেশনে দেখাবে।